For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গের মন জয় করতে অমিত শাহ-জেপি নাড্ডাদের বিশেষ 'পরামর্শ' অধীর চৌধুরীর

Google Oneindia Bengali News

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। দিল্লি থেকে ঘন ঘন উড়ে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কখনও অমিত শাহ, কখনও জে পি নাড্ডা। বাংলায় রাজনৈতিক সভা শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদীও। কিন্তু বিভিন্ন সময়ে দিল্লি থেকে আসা বিজেপি নেতারা বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সেই ইশুতেই লোকসভায় সরব হলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বললেন, 'একবার নয়, হাজার বার আসুন, কিন্তু সংস্কৃতির মর্যাদা রাখুন।'

কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারে আপত্তি নেই অধীরের

কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারে আপত্তি নেই অধীরের

পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারে আপত্তি নেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর৷ কিন্তু বাংলার মণীষীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া আগে তাঁদের সম্পর্কে পড়াশোনা করার পরামর্শ বিজেপিকে দিয়েছেন তিনি৷ সোমবার লোকসভায় তিনি এই প্রসঙ্গে তুলে ধরেন 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতনে' সংক্রান্ত বিতর্ক৷ যা বিজেপির তরফে বলা হয়েছিল৷

নেতাজির নাম ব্যবহার করে বিজেপি নির্বাচনে ফায়দা তুলতে চাইছে

নেতাজির নাম ব্যবহার করে বিজেপি নির্বাচনে ফায়দা তুলতে চাইছে

এদিকে অধীরের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফায়দা তুলতে চাইছে৷ সোমবার লোকসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ আর এই অভিযোগ তোলার আগে আরএসএস-এর নেতাদের ব্রিটিশ শাসন সম্পর্কে কেমন মনোভাব ছিল সেই প্রসঙ্গও তুলেছেন তিনি৷

সাভারকরের প্রসঙ্গ তোলেন অধীর

সাভারকরের প্রসঙ্গ তোলেন অধীর

এদিন লোকসভায় হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকরের প্রসঙ্গ তোলেন বহরমপুরের সাংসদ৷ ১৯৪০ সালে মাদুরা ও ১৯৪১ সালে ভাগলপুরে হিন্দু মহাসভার সম্মেলনে সাভারকরের বক্তব্যে কী ছিল, সেটাই তিনি এদিন সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে জানান৷ তাঁর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা বিপাকে পড়েছিল, তখন ব্রিটিশদের সাহায্য করার জন্য সরব হয়েছিলেন সাভারকর৷ হিন্দুদের ব্রিটিশদের সাহায্য করার জন্য বাহিনী তৈরি করতে আহ্বান জানিয়েছিলেন৷ কারণ, সাভারকর মনে করতেন ব্রিটিশদের সাহায্য করা সেই সময় গুরুত্বপূর্ণ ছিল৷

'নেতাজি আমাদের কাছে বীরপুরুষের সমান'

'নেতাজি আমাদের কাছে বীরপুরুষের সমান'

উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতবাদ এই মতের সঙ্গে মেলে না৷ কারণ, তার অনেক আগে দেশ ছেড়ে বেরিয়ে ব্রিটিশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন নেতাজি৷ আর বিজেপি বরাবরই সাভারকরকে শ্রদ্ধার চোখে দেখে৷ তাই অধীর অভিযোগ করেছেন যে বিজেপির এখন নেতাজিকে প্রয়োজন পড়েছে৷ কারণ, বাংলায় এখন নির্বাচন এসেছে৷ অধীরের কথায়, নেতাজি আমাদের কাছে বীরপুরুষের সমান৷

'গান্ধিজী ও নেতাজির মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা ছিল'

'গান্ধিজী ও নেতাজির মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা ছিল'

লোকসভায় কংগ্রেসের দলনেতার বক্তব্য, নেতাজির সঙ্গে কংগ্রেসের মতভেদের বিষয়টি বলতেই পারে৷ কারণ, এই মতভেদ ছিল৷ যেমন, গান্ধীজি হিংসার বিপক্ষে ছিলেন৷ আবার নেতাজি মনে করতেন যে অন্য অনেক পথের মতো সহিংস সংগ্রামও একটা পথ৷ কিন্তু গান্ধিজী ও নেতাজির মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা যে ছিল সেটাও এদিন লোকসভায় দাঁড়িয়ে বোঝাতে চেয়েছেন তিনি৷ তাঁর কথায়, 'গান্ধীজি নেতাজিকে প্রিন্স অফ দ্য প্যাট্রিয়ট বলতেন৷ নেতাজি গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন বলতেন৷'

<strong>অমিত শাহের সামনে ব্যাকফুটে মমতার প্রশাসন, কোন সমীকরণে 'পরিবর্তন' আসবে উত্তরবঙ্গে</strong>অমিত শাহের সামনে ব্যাকফুটে মমতার প্রশাসন, কোন সমীকরণে 'পরিবর্তন' আসবে উত্তরবঙ্গে

English summary
West Bengal Election 2021: Adhir Chowdury suggested BJP leaders to study about history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X