For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু অধিকারীর 'ভবিষ্যদ্বাণী' সত্যি প্রমাণিত করা নেপথ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী বিজেপিতে যওগ দেওয়ার পরই তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ককে অভিষেক খোঁচা মেরে প্রশ্ন করেছিলেন, শুভেন্দুর পরিবারের অন্যান্য সদস্যরা কেন তাঁর সঙ্গে দলবদল করলেন না? এর বদলে শুভেন্দু চ্যালেঞ্জ করে পাল্টা দাবি করেছিলেন যে, নিজের পরিবারে তো বটেই, তিনি কালীঘাটেও পদ্ম ফোটাবেন। যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।

'হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুটিয়ে আসবো'

'হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুটিয়ে আসবো'

অভিষেক শুভেন্দুর উদ্দেশে বলেছিলেন, 'তোমার বাড়িতে তো জোড়া ফুল রয়েছে, তাঁদের সঙ্গে থাকতে তোমার লজ্জা করে না?' অভিষেককে পাল্টা খোঁচা দিয়ে শুভেন্দু বলেছিলেন, 'সবে তো পদ্মের কুঁড়ি এসেছে। এখনো বাসন্তী পুজো, রামনবমী আসেনি। আমার বাড়িতে কেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুটিয়ে আসবো।'

শুভেন্দুর ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার পথে

শুভেন্দুর ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার পথে

আর শুভেন্দুর এহেন ভবিষ্যদ্বাণীকেই সত্যি করার পথে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। আর এই জল্পনার নেপথ্যে আসল কারণ নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। জানা গিয়েছে, মমতার তৈরি জয় হিন্দ বাহিনীর দায়িত্বে থাকলেও কার্তিকের সঙ্গে অন্যান্য তৃণমূল নেতাদের দূরত্ব সতহস্ত। যদিও দিদির সঙ্গে ভাইয়ের সম্পর্কে কোনও চিড় পড়েনি বলেই খবর।

কেন কার্তিক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে পা বাড়াবেন?

কেন কার্তিক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে পা বাড়াবেন?

এই কারণেই উছঠে প্রশ্ন, যেখানে পরিবারে ভাঙন নেই, তাহলে কেন কার্তিক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে পা বাড়াবেন? সূত্রের খবর, কার্তিকবাবুর সঙ্গে ডায়মন্ড সাংসদ তথা তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ইতিবাচক নয়। আর এই কারণেই নাকি ফুল বদলের চিন্তা ভাবনা শুরু করেছেন।

'সবটাই এখনও আলোচনার স্তরে'

'সবটাই এখনও আলোচনার স্তরে'

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে দল বদল করেছেন শুভেন্দু। অনেক দল বদল নেতারাও অভিষেক এবং প্রশান্ত কিশোরকে তোপ দেগেছেন। তবে সরাসরি পরিবারের মধ্যে এই চিড় হয়ত সবার চোখ এড়িয়ে গিয়েছে। এই আবহেই এবার কার্তিক বন্দ্যোপাধ্যায় নিজে দল বদল বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, 'সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি।'

<strong>বঙ্গ নির্বাচনের আগে মতুয়াদের এড়াতে চাইছে বিজেপি! সিএএ ইস্যুতে কাঠগড়ায় মোদী-শাহ</strong>বঙ্গ নির্বাচনের আগে মতুয়াদের এড়াতে চাইছে বিজেপি! সিএএ ইস্যুতে কাঠগড়ায় মোদী-শাহ

English summary
West Bengal Election 2021: Abhishek Banerjee's role behind Suvendu's claim of lotus bloom in Kalighat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X