For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফায় কোন হেভিওয়েটরা লড়ছেন? জেনে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট একেবারে মধ্যগগনে। গরমের পাশাপাশি ভোটের আঁচে গা সেঁকছে গোটা রাজ্য। তৃতীয় দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। রাজ্যের বাকী বেশিরভাগ জেলার ভোটগ্রহণই শেষ। মেদিনীপুর ও উত্তরের কয়েকটা আসন বাদ দিলে বাকী রয়েছে এবার কলকাতা সহ শহরতলির ভোট। [চতুর্থ দফায় কোন কোন তারকা প্রার্থী লড়ছেন ভোটে, দেখে নিন একনজরে]

আর চতুর্থ ও পঞ্চম দফাতেই যা সম্পন্ন হবে। এবং এই দুটি দফাই ঠিক করে দেবে রাজ্যের মসনদে বসতে চলেছে কোন দল। তৃণমূল কংগ্রেস নাকি বাম-কংগ্রেস জোট নাকি অন্য কোনও দল। [বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস]

চতুর্থ দফায় কোন কোন হেভিওয়েটদের মধ্যে লড়াই? জেনে নিন

আগামী দুটি দফার ভোটে হাওড়া ও উত্তর ২৪ পরগনার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাঁরা কারা, একনজরে চোখ বুলিয়ে নিন সেদিকে।

গাইঘাটা

কপিলকৃষ্ণ ঠাকুর, বামফ্রন্ট

হাবরা

জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল কংগ্রেস

আমডাঙা

আবদুস সাত্তার, বামফ্রন্ট

বীজপুর

শুভ্রাংশু রায়, তৃণমূল কংগ্রেস

ভাটপাড়া

অর্জুন সিংহ, তৃণমূল কংগ্রেস

খড়দহ

অমিত মিত্র, তৃণমূল কংগ্রেস

অসীম দাশগুপ্ত, বামফ্রন্ট

দমদম উত্তর

চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস

কামারহাটি

মদন মিত্র, তৃণমূল কংগ্রেস

মানস মুখোপাধ্যায়, বামফ্রন্ট

দমদম

ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস

বিধাননগর

সুজিত বসু, তৃণমূল কংগ্রেস

অরুণাভ ঘোষ, কংগ্রেস

রাজারহাট-গোপালপুর

পূর্ণেন্দু বসু, তৃণমূল কংগ্রেস

নেপালদেব ভট্টাচার্য, বামফ্রন্ট

বারাসত

চিরঞ্জিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস

বসিরহাট দক্ষিণ

শমীক ভট্টাচার্য, বিজেপি

বালি

অঞ্জন বেরা, বামফ্রন্ট

হাওড়া উত্তর

রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি

English summary
Assembly Election 2016 : 4th phase big names contesting in poll, West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X