For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়গ্রামে ফের মাওবাদী তৎপরতা! উচ্চপর্যায়ের বৈঠক ডিজির

মাওবাদী কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এদিন ঝাড়গ্রাম পুলিশ লাইনে এই বৈঠক করেন তিনি। সম্প্রতি পর্যটকদের ফোন ছিনিয়ে নেওয়া, কন্ট্রাক্টরকে হুমতি সহ

  • |
Google Oneindia Bengali News

মাওবাদী কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এদিন ঝাড়গ্রাম পুলিশ লাইনে এই বৈঠক করেন তিনি। সম্প্রতি পর্যটকদের ফোন ছিনিয়ে নেওয়া, কন্ট্রাক্টরকে হুমতি সহ একাধিক ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে।

২০২১-এর লক্ষ্যে পদক্ষেপ! 'দিদি'র আগেই অনুব্রত মণ্ডল দলের কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন২০২১-এর লক্ষ্যে পদক্ষেপ! 'দিদি'র আগেই অনুব্রত মণ্ডল দলের কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন

ঠিকাদারকে হুমকি

ঠিকাদারকে হুমকি

শুক্রবার বেলপাহাড়ি বাজার থেকে প্রায় ২ কিমি দূরে হুমকি পোস্টার পাওয়া যায়। সেখানে ঠিকাদার সৌরভ রায়কে রাস্তা তৈরি বন্ধ করতে হুমকি দিয়ে লাল কালি দিয়ে পোস্টার লেখা হয়। রাস্তার ধারে রাস্তা তৈরির গাড়ি, স্থানীয় দোকান সর্বত্র এই পোস্টারগুলি চোখে পড়ে। পুলিশ পরে পোস্টারগুলি সরিয়ে ফেলে।

পর্যটকদের কাছ থেকে মোবাইল লুট

পর্যটকদের কাছ থেকে মোবাইল লুট

শুক্রবার বেলপাহাড়ির ঢাঙিকুমুমে বেড়াতে গিয়েছিল পর্যটকদের একটি দল। তাঁদের সঙ্গে কথা বলার পর মোবাইল ছিনিয়ে নেয় বেশ কয়েকজন সশস্ত্র যুবক যুবতী। এদের মধ্যে ৪ জন যুবক এবং ৪ জন যুবতী ছিল বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবসের দিন কালাদিবসের ডাক দিয়ে পোস্টার

স্বাধীনতা দিবসের দিন কালাদিবসের ডাক দিয়ে পোস্টার

এর আগে স্বাধীনতা দিবসের দিন ভুলাভেদা এলাকায় কালাদিবসের ডাক দিয়ে মাওবাদীরা পোস্টার দিয়েছিল। সেই সময়ও পুলিশ পরে পোস্টারগুলি সরিয়ে ফেলে।

ঝাড়গ্রাম পুলিশ লাইনে উচ্চপর্যায়ের বৈঠকে

ঝাড়গ্রাম পুলিশ লাইনে উচ্চপর্যায়ের বৈঠকে

এদিন ঝাড়গ্রাম পুলিশ লাইনে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয় বেলা ১১ টা নাগাদ। সেই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ছাড়াও হাজির ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল, আইজি বাঁকুড়া, ঝাড়গ্রামের পুলিশর সুপার, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস)। এছাড়াও ছিলেন বেলপাহাড়ির ডিএসপি এবং বাঁকুড়ার এসপি।

English summary
West Bengal DGP meet high level police officials in Jhargram due to maoist threat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X