For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস এবার মহামারী, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা স্বাস্থ্য দফতরের

কেন্দ্রের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস এবার মহামারী, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা স্বাস্থ্য দফতরের

Google Oneindia Bengali News

আগেই কেন্দ্রের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল রাজ্যগুলিকে। সেই আর্জি মেনেই অবশেষে পশ্চিমবঙ্গও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে নোটিফায়েবল ডিজিজ বলে চিহ্নিত করা হবে রাজ্যে। সেকারণেএই রোগের চিকিৎসার গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছে।

মহামারী একাধিক রাজ্যে

মহামারী একাধিক রাজ্যে

করোনার মাঝে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে দেশে। ক্রমশ বাড়ছে এই রোগীর সংখ্যা। ভয়ঙ্কর ঘাতক এই রোগ। পরিস্থিতি বিবেচনা করে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার জন্য রাজ্যগুলির কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্র। সেই আর্জি মেনে একাধিক রাজ্য ইতিমধ্যেই মহামারী ঘোষণা করেছে। মহামারী আইনের আওতায় এনে এই রোগের চিকিৎসা করা হচ্ছে।

কোন কোন রাজ্যে মহামারী

কোন কোন রাজ্যে মহামারী

অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, তেলঙ্গানা সহ একাধিক রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে। মহামারী আইনের আওতায় এনে সেই সব রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা চলছে। যদিও রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিতের সংখ্যা সর্বাধিক। সেখানে ওষুধ সংকটও তৈরি হয়েছে।

 পশ্চিমবঙ্গে মহামারী ঘোষণা

পশ্চিমবঙ্গে মহামারী ঘোষণা

পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার থেকে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে নোটিফায়েবল ডিজিজ হিসেবে বিবেচনা করা হবে। চিকিৎসার ক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট গাইডলাইন। রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, চিকিৎসককে এই গাইডলাইন মেনেইএই রোগের চিকিৎসা করতে হবে। যেখানে রোগ চিহ্নিত হয়েছে তা জেলা স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে। রোগীর পরিচয় এবং কী ধরনের চিকিৎসা করা হচ্ছে তাও জানাতে হবে।

রাজ্যে আক্রান্ত একাধিক

রাজ্যে আক্রান্ত একাধিক

রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে একাধিক রোগীর সন্ধান মিলেছে। প্রায় ১৫ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষ্মণ মিলেছে।
এসএসকেএম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগ নির্ণয় চিকিৎসা এবং গবেষণার কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া একটি বিশেজ্ঞ কমিটিও গঠন করা হবে।

English summary
West Bengal declear Black Fungus as panamic as Center urge states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X