For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার ২৭.১৯%, সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি ১১ জেলায়

২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার ২৭.১৯%, সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি ১১ জেলায়

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের বেশ কিছু বেড়েছে। এদিন মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩১%। এদিন সুস্থ হয়েছেন ৬৮৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৮৩। মঙ্গলবার যা ছিল ৫৩৭ জন। সংক্রমণ বৃদ্ধির হার প্রায় ২৭. ১৯ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৬৯১। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ ৭২৪ জন। এদিন ১৭ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৬ হাজার ৯৭৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১১২ (১০৮)। উত্তর ২৪ পরগনায় ১০৮ (৯৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০৪৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬৯৬।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৫, ৪৭৮। মঙ্গলবার কলকাতায় ৩ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ৩। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৯, ১২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১০ জন। এদিন সক্রিয়ের তালিকা থেকে ১১ জনের নাম বাদ গিয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৪, ৩৫৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৮, ৩৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৮ (৮), কোচবিহারে ১২ (১০) , দার্জিলিং ৪৬ (২৫), কালিম্পং ৮ (৪) , জলপাইগুড়ি ১৪ (১৭), উত্তর দিনাজপুরে ৩ (১), দক্ষিণ দিনাজপুরে ৪ (৭), মালদহ ১২ (৯), মুর্শিদাবাদ ৪ (৩), নদিয়া ৫৩ (৩২), বীরভূম ১০ (৩), পুরুলিয়া ৬ (১), বাঁকুড়ায় ২৩ (১০), ঝাড়গ্রাম ২ (৯), পশ্চিম মেদিনীপুর ৩১ (২৩), পূর্ব মেদিনীপুর ৪৬ (৩৫), পূর্ব বর্ধমান ১৯ (১৮), পশ্চিম বর্ধমান ৩৩ (১৩), হাওড়া ৪৪ (৩১), হুগলিতে ৪৮ (৩৬), উত্তর ২৪ পরগনায় ১০৮ (৯৮), দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ ( ৩৬) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১০৮), দুনম্বরে নদিয়া (৫৩), আর তিন নম্বরে হুগলি (৪৮) ।

 ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের কোথাও থেকে মৃত্যুর খবর নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়।
নদিয়া ও হুগলিতে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদিন যে ১১ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল দার্জিলিং (৭), কালিম্পং (১), মালদহ (১), মুর্শিদাবাদ (১), নদিয়া (৬), বীরভূম (৩), পুরুলিয়া (৩), বাঁকুড়া (১), পূর্ব মেদিনীপুর (১২), পশ্চিম বর্ধমান (১৭), হুগলি (২)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৮ লক্ষ ৩৪ হাজার ৩২৩। ১৪৮ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৭, ১৮১ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৮৪ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৬২ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৯৮, ১৫৯ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩।

২২ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২২ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১১,৪৩, ৯০৯ জন। প্রথম ডোজ পেয়েছেন ৮, ৭৯, ৫৯৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৬৪, ৩১২ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,২৮, ৬১, ১৭৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩, ৭৬, ১৪, ৭৪১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৫২, ৪৬, ৪৩৪ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৮০৫।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus situation in West Bengal 683 new cases and 13 death reports on 22 September, 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X