For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় দীর্ঘদিন পরে করোনা আক্রান্তের সংখ্যা নামল হাজারের নিচে, টানা ২৩ দিন মৃত্যু সংখ্যা ৩০-এর ওপরে

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা নামল এক হাজারের নিচে। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামাটা অনেকটাই স্বস্তির। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৩৪৫, রবিবার তা কমে হয়েছে ৮৩৫। এদিন মৃত্য

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা নামল এক হাজারের নিচে। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামাটা অনেকটাই স্বস্তির। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৩৪৫, রবিবার তা কমে হয়েছে ৮৩৫। এদিন মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৮.০৬%। শনিবার যা ছিল ৯৮%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৩.৩৪%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৮২৩। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ১৪ জনের। প্রসঙ্গত ১৫ জানুয়ারি থেকে মৃতের সংখ্যা টানা ৩০-এর ওপরে রয়েছে।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৪২ (৬০), কোচবিহারে ২৬ (৪৫) , দার্জিলিং ৬৯ ( ৯১), কালিম্পং ২ (২২) , জলপাইগুড়ি ৩৫ (৯৮), উত্তর দিনাজপুরে ২৪ (২২), দক্ষিণ দিনাজপুরে ২৪( ৪০), মালদহ ২১(৩১), মুর্শিদাবাদ ২০ (২৩), নদিয়া ৫৩(৭০), বীরভূম ১৯ (৫৯), পুরুলিয়া ২৪ (৪৩), বাঁকুড়ায় ২৯ (৪৪), ঝাড়গ্রাম ১৬ (১৪), পশ্চিম মেদিনীপুর ২৮ (৫৪), পূর্ব মেদিনীপুর ১৬ (২৩), পূর্ব বর্ধমান ১৯ (৪০), পশ্চিম বর্ধমান ৩০(৪৪), হাওড়া ২৭ (৪৫), হুগলিতে ২৫ (৪২), উত্তর ২৪ পরগনায় ১৩৭ (২২৩), দক্ষিণ ২৪ পরগনায় ৪১ (৫৩) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৩৭), দুনম্বরে দার্জিলিং (৬৯), তিন নম্বরে নদিয়া (৫৩)।

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন দার্জিলিং-এ ১, জলপাইগুড়ি-তে ৪, দক্ষিণ দিনাজপুরে ও মালদহে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুরে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদে ১, পশ্চিম মেদিনীপুরে ১, পশ্চিম বর্ধমানে ২, উত্তর ২৪ পরগনায় ৬ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে কোনও মৃত্যুর খবর নেই। কোনও জেলা থেকেই বাড়তি কোনও অ্যাকটিভ রোগীর খবর মেলেনি।

আগের দিনের থেকে টেস্ট কমেছে

আগের দিনের থেকে টেস্ট কমেছে

এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ২৫,০২০ টি। শনিবার পরীক্ষা হয়েছিল ৩৬,৭৭২ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯। পজিটিভিটি রেট ৩.৩৪%। শনিবার পজিটিভিটি রেট ছিল ৩.৬৬%।

বাংলা-সহ ১১ রাজ্যে আরও বৃষ্টি ৩ দিনের মধ্যে, ৩ রাজ্যে তীব্র শীতের সতর্কবার্তা আবহাওয়া দফতরেরবাংলা-সহ ১১ রাজ্যে আরও বৃষ্টি ৩ দিনের মধ্যে, ৩ রাজ্যে তীব্র শীতের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

English summary
Coronavirus situation in West Bengal 835 new cases and 34 death reports on 6 February, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X