For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ২৪ ঘন্টায় টেস্ট কমতেই কমল করোনা আক্রান্তের সংখ্যা, ঠেকানো যাচ্ছে না মৃত্যু সংখ্যা বৃদ্ধি

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমল। বুধবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৭২৩, বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৯১৬। এদিন মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৯১%। ব

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমল। বুধবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৭২৩, বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৯১৬। এদিন মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৯১%। বুধবার যা ছিল ৯৭.৮৭%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৩.৯৪%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২ হাজার ১৬৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭২৩। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৫ জনের। প্রসঙ্গত ১৫ জানুয়ারি থেকে মৃতের সংখ্যা ৩০-এর ওপরে রয়েছে। এদিন নিয়ে টানা ২০ দিন তা ৩০ -এর ওপরেই রয়েছে।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫৬ (৫৮), কোচবিহারে ৬৫ (৮৪) , দার্জিলিং ১৩৬ ( ১৩৫), কালিম্পং ৫৩ (২৩) , জলপাইগুড়ি ৮১ (১০১), উত্তর দিনাজপুরে ২৬ (৩৮), দক্ষিণ দিনাজপুরে ৪৪( ৭০), মালদহ ৫৮(১৪৪), মুর্শিদাবাদ ৫৭ (৭৫), নদিয়া ১৪৩(১৫৪), বীরভূম ৯৩ (১২৮), পুরুলিয়া ২২(৩৬), বাঁকুড়ায় ৬৯ (১০০), ঝাড়গ্রাম ২৬ (৩০ ), পশ্চিম মেদিনীপুর ৫০ (১১৭ ), পূর্ব মেদিনীপুর ৫৮ (৬২), পূর্ব বর্ধমান ৬৮ (৮৫), পশ্চিম বর্ধমান ৭০(৮৫), হাওড়া ৬৪ (৯০ ), হুগলিতে ৬০ (৯৫), উত্তর ২৪ পরগনায় ২৩৮ (৫৬৫), দক্ষিণ ২৪ পরগনায় ১০২ (১২৪ ) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ২৩৮), দুনম্বরে নদিয়া (১৪৩), তিন নম্বরে দার্জিলিং (১৩৬)।

এদিন ৭ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ৭ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদে ১, নদিয়ায় ১, বীরভূমে ২, বাঁকুড়ায় ২, পূর্ব মেদিনীপুরে ৩, পশ্চিম বর্ধমানে ৩, হাওড়ায় ১, হুগলিতে ৩, উত্তর ২৪ পরগনায় ৬ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে কোনও মৃত্যুর খবর নেই।

 ৫ জেলায় অ্যাকটিভ রোগী বৃদ্ধি

৫ জেলায় অ্যাকটিভ রোগী বৃদ্ধি

এদিন ৫ জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেগুলি হল আলিপুরদুয়ার (৬), দার্জিলিং (৭), কালিম্পং (৩৫), নগিয়া (২৭) এবং পূর্ব মেদিনীপুর (১১)। এদিন সব মিলিয়ে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে ৭৩৪ জন।

 আগের দিনের থেকে টেস্ট কমেছে

আগের দিনের থেকে টেস্ট কমেছে

এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৪৮, ৬৮১ টি। বুধবার পরীক্ষা হয়েছিল ৫৯, ১০৪টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪০:৬০। পজিটিভিটি রেট ৩.৯৪%। বুধবার পজিটিভিটি রেট ছিল ৪.৬১%।

কলেজে হিজাবে 'বাধা'য় ফের বিতর্ক! বিজেপি শাসিত রাজ্যে বিক্ষোভে সামিল ছাত্রীরাকলেজে হিজাবে 'বাধা'য় ফের বিতর্ক! বিজেপি শাসিত রাজ্যে বিক্ষোভে সামিল ছাত্রীরা

English summary
Coronavirus situation in West Bengal 1,916 new cases and 36 death reports on 3 February, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X