For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় একদিনে আক্রান্ত বৃদ্ধি ২১%-র বেশি! বাংলায় মৃত্যুর সংখ্যা নিয়েও চিন্তায় চিকিৎসকরা

করোনায় একদিনে আক্রান্ত বৃদ্ধি ২১%-র বেশি! বাংলায় মৃত্যুর সংখ্যা নিয়েও চিন্তায় চিকিৎসকরা

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছ। মৃত্যু হয়েছে মঙ্গলবারের মতোই। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩০%। এদিন সুস্থ হয়েছেন ৮৩৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৭৬ জন। মঙ্গলবার যা ছিল ৮০৬ জন। শতাংশের নিরিখে যা ২১ শতাংশের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৯ হাজার ০৪২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৯৬। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। মঙ্গলবারও সংখ্যাটা ছিল ১৫।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৯ হাজার ০৪২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৯৭৩ জন। এদিন ১২৪ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬১ হাজার ৯৭৩ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭২ (২৪৮)। উত্তর ২৪ পরগনায় ১৫৯ (১৪৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১৪০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৮১৮। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ৫০ জন বৃদ্ধি পেয়েছে।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২১, ৪৪৭। মঙ্গলবার কলকাতায় ৬ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ৪। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১৪, ২২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৮৭ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৮, ৬৪০ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২২, ৫৩০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৯২ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ২০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬ (৩), কোচবিহারে ১৩ (১১) , দার্জিলিং ৩২ (২২), কালিম্পং ৩ (১) , জলপাইগুড়ি ২৫ (১০), উত্তর দিনাজপুরে ৮ (৫), দক্ষিণ দিনাজপুরে ৩০ (৬), মালদহ ৪ (৯), মুর্শিদাবাদ ৭ (৩), নদিয়া ৪৫ (৩৫), বীরভূম ২৫ (১৩), পুরুলিয়া ৫ (২), বাঁকুড়ায় ১৫ (১৮), ঝাড়গ্রাম ৩ (৫), পশ্চিম মেদিনীপুর ৩১ (২৩), পূর্ব মেদিনীপুর ১৬ (৭), পূর্ব বর্ধমান ২২ (২৩), পশ্চিম বর্ধমান ২৪ (২৭), হাওড়া ৭৯ (৬১), হুগলিতে ৭৩ (৫২), উত্তর ২৪ পরগনায় ১৫৯ (১৪৮), দক্ষিণ ২৪ পরগনায় ৭৯ ( ৭৪) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৫৯), দুনম্বরে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা (৭৯), তিন নম্বরে হুগলি (৭৩)।

 ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিনও উত্তরবঙ্গের একমাত্র জলপাইগুড়িতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায়, ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

এদিন যে ১৪ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (১), দার্জিলিং (১), জলপাইগুড়ি (৪), উত্তর দিনাজপুর (২), দক্ষিণ দিনাজপুর (১৬), মুর্শিদাবাদ (২), বীরভূম (১৩), পুরুলিয়া (২), পশ্চিম মেদিনীপুর (২), পশ্চিম বর্ধমান (৪), হাোড়া (১৩), হুগলি (৩), উত্তর ২৪ পরগনা (২০), দক্ষিণ ২৪ পরগনা (১১)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ৩৯ হাজার ৩০১। ১৫০ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৩, ৩২২ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.২৫ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ২.০৮%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ১১, ৫৪৮ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫০:৫০।

 ২৭ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২৭ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯,০৮, ৫৫৮ জন। প্রথম ডোজ পেয়েছেন ৫, ৯৯, ৩২১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ০৯, ২৩৭ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৭,৩৯, ৭০, ৭৯৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫, ৩৬, ১৫, ৩২৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২, ০৩, ৫৫, ৪৭২ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৩২৮।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus situation in West Bengal 976 new cases and 10 death reports on 27 October, 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X