For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ফের বাড়ল পজিটিভিটি রেট! অস্বস্তি মৃত্যুর সংখ্যা নিয়েও

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪,৪৯৪, বুধবার তা বেড়ে হয়েছে ৪৯৬৯। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৫.৫৬%। মঙ্গলবার য

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪,৪৯৪, বুধবার তা বেড়ে হয়েছে ৪৯৬৯। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৫.৫৬%। মঙ্গলবার যা ছিল ৯৪.৯১%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৩২%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৪৪৫। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৬ জনের।

 কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১০ (৮২), কোচবিহারে ১৪৬ (১৩৯) , দার্জিলিং ১২৪ (৩২২), কালিম্পং ৪২ (৩৬) , জলপাইগুড়ি ১৭০ (২১৮), উত্তর দিনাজপুরে ৯৩ (১৬৭), দক্ষিণ দিনাজপুরে ১২৭ (১২০), মালদহ ২৩৪ (৩০১), মুর্শিদাবাদ ১২৫ (১১৮), নদিয়া ২৯৬ (১০৩), বীরভূম ৩১৯ (১৭৯), পুরুলিয়া ৭২ (৭৮), বাঁকুড়ায় ২৯১(১৪৬), ঝাড়গ্রাম ৫৮ (৭০), পশ্চিম মেদিনীপুর ১৭১ (১৭১), পূর্ব মেদিনীপুর ৮৪ (৭৫), পূর্ব বর্ধমান ২০৭ (১৩৭), পশ্চিম বর্ধমান ১৭৬ (৮২), হাওড়া ১৪৫ (১৪৪), হুগলিতে ২১৯ (২০৯), উত্তর ২৪ পরগনায় ৬৯৭ (৫৮৩), দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ (৪২৩) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৬৯৭), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪০৯), তিন নম্বরে বীরভূম (৩১৯)।

এদিন ১১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং-এ ১, জলপাইগুড়িতে ৭, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুরে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৭ জন করে রোগীর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি এবং উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম ও পূর্ব বর্ধমানে ৩ জন করে, হুগলিতে ২ জন এবং পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
এদিন কোনও জেলাতেই অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়েনি।

আগের দিনের থেকে টেস্ট বেড়েছে

আগের দিনের থেকে টেস্ট বেড়েছে

এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৬৭,৮৬২টি। আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৩২:৬৮। পজিটিভিটি রেট ৭.৩২%। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ৬৩, ১২৩ টি। পজিটিভিটি রেট ছিল ৭.১২%। মঙ্গলবার অ্যাকটিভ রোগী তালিকা থেকে বাদ গিয়েছিল ১৪, ৩৬৭ জনের নাম। আর বুধবার বাদ গিয়েছে ১২, ৭৯৯ জনের নাম।

Republic day 2022: মুরলি মনোহর যোশীর পরে দ্বিতীয়বার! ৩০ বছর পরে শ্রীনগরের ক্লক টাওয়ারে ফের জাতীয় পতাকাRepublic day 2022: মুরলি মনোহর যোশীর পরে দ্বিতীয়বার! ৩০ বছর পরে শ্রীনগরের ক্লক টাওয়ারে ফের জাতীয় পতাকা

English summary
Coronavirus situation in West Bengal 4,969 new cases and 34 death reports on 26 January, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X