For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন আতঙ্কের মধ্যেই কলকাতায় বাড়ছে সক্রিয় আক্রান্ত ও মৃত্যু! একনজরে জেলাগুলির করোনা আপডেট

রবিবার, ২৬ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমেছে। মৃতের সংখ্যা সংখ্যা ১ বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩৩% । এদি

  • |
Google Oneindia Bengali News

রবিবার, ২৬ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমেছে। মৃতের সংখ্যা সংখ্যা ১ বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩৩% । এদিন সুস্থ হয়েছেন ৫৪৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪৪ জন। শনিবার যা ছিল ৫৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭১৬। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার সংখ্যাটা ছিল ৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪৫০ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ০৩ হাজার ৪৬০ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১৯ (১৯৭)। উত্তর ২৪ পরগনায় ৮৩ (৯৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫৩০৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০০৫। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩৫ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৩৩, ৫৯৭। শনিবার কলকাতায় ৩ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৩। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২৫, ৮১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪৭৩ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৫, ৯৫৬ জন। শনিবারের পরে রবিবারেও কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৯, ৬৮১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭০ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ২১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩ (২), কোচবিহারে ৫ (৬) , দার্জিলিং ১৪ (২৫), কালিম্পং ১ (১) , জলপাইগুড়ি ৫ (৭), উত্তর দিনাজপুরে ২ (১), দক্ষিণ দিনাজপুরে ১ (৩), মালদহ ৮ (১৩), মুর্শিদাবাদ ২ (২), নদিয়া ২১ (৩৫), বীরভূম ৮ (১৭), পুরুলিয়া ৪ (১), বাঁকুড়ায় ৭ (৮), ঝাড়গ্রাম ১ (১), পশ্চিম মেদিনীপুর ৯ (৭), পূর্ব মেদিনীপুর ৩ (৩), পূর্ব বর্ধমান ৬ (৮), পশ্চিম বর্ধমান ২২ (১৬), হাওড়া ৩৫ (৪০), হুগলিতে ৩৭ (৩৭), উত্তর ২৪ পরগনায় ৮৩ (৯৬), দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ (২৬) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৩), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪৮), তিন নম্বরে হুগলি (৩৭)।

এদিন ২০ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ২০ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের কোথাও মৃত্যু হয়নি। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

এদিন যে ৬ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (১), মালদহ (২), পুরুলিয়া (২), পশ্চিম বর্ধমান (৪), হাওড়া (১), দক্ষিণ ২৪ পরগনা (১০)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১২ লক্ষ ২৪ হাজার ৩৬৬। ১৫৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ২২, ৫৩৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.৪১ শতাংশ ( শনিবার যা ছিল ১.৭১ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩৫, ৮২৬ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৬৪:৩৬।

২৬ ডিসেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২৬ ডিসেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩১, ৪৩০ জন। প্রথম ডোজ পেয়েছেন ২,৪৪২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৮,৯৮৮ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০, ১৬, ০৪, ৪৩৮ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৪২, ৬৫, ০৭৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ৭৩, ৩৯, ৩৬৩ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ১৪৯৯।

মন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীর যোগদান তৃণমূলে! মলয় ঘটকের বিরোধী শূন্যের ডাকে সাড়া রাহুল ঘনিষ্ঠ নেত্রীরমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীর যোগদান তৃণমূলে! মলয় ঘটকের বিরোধী শূন্যের ডাকে সাড়া রাহুল ঘনিষ্ঠ নেত্রীর

English summary
Coronavirus situation in West Bengal 544 new cases and 5 death reports on 26 December, 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X