For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার গ্রাফ ফের লাফিয়ে বাড়ছে বাংলায়, কলকাতার পাশাপাশি জেলাতেও সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা বেড়েছ। তবে এদিন মৃত্যুর সংখ্যা ২ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। সুস্থতার হার সামান্য করেছে, ৯৮.৩০%। এদিন সুস্থ হয়ে

  • |
Google Oneindia Bengali News

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা বেড়েছ। তবে এদিন মৃত্যুর সংখ্যা ২ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। সুস্থতার হার সামান্য করেছে, ৯৮.৩০%। এদিন সুস্থ হয়েছেন ৮২৮ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮৯ জন। শনিবার যা ছিল ৯৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৫৫। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৬ হাজার ৪৫৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৮৮২ জন। এদিন ১৫১ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮২৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৯ হাজার ৫১৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭৩ (২৬৮)। উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১৪৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১২৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৮০৬। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ৬৬ জন বৃদ্ধি পেয়েছে।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২০, ৬৯৮। শনিবার কলকাতায় ৪ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১৩, ৫৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৭৮ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৮, ১৯১ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২২, ১৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৯ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ১১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৪), কোচবিহারে ১৪ (১০) , দার্জিলিং ৩৬ (২৭), কালিম্পং ২ (৪) , জলপাইগুড়ি ২৪ (২১), উত্তর দিনাজপুরে ৪ (১১), দক্ষিণ দিনাজপুরে ২৩ (১৪), মালদহ ৩ (৫), মুর্শিদাবাদ ৭ (৬), নদিয়া ৫৪ (৫৬), বীরভূম ১৫ (১৬), পুরুলিয়া ৬ (২), বাঁকুড়ায় ২৭ (২৪), ঝাড়গ্রাম ৬ (৬), পশ্চিম মেদিনীপুর ৩৪ (৩২), পূর্ব মেদিনীপুর ৯ (২০), পূর্ব বর্ধমান ৩০ (৩১), পশ্চিম বর্ধমান ২৫ (৩১), হাওড়া ৮৩ (৭৬), হুগলিতে ৮৯ (৮৪), উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১৪৭), দক্ষিণ ২৪ পরগনায় ৭৪ ( ৭৯) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৪৬), দুনম্বরে হুগলি (৮৯), তিন নম্বরে হাওড়া (৮৩)।

 ১৭ জেলায় মৃত্যুর খবর নেই

১৭ জেলায় মৃত্যুর খবর নেই

এদিনও উত্তরবঙ্গের একমাত্র দার্জিলিং-এ মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। ১ জন করে মৃত্যু হয়েছে নদিয়া ও দার্জিলিং-এ।

এদিন যে ১৫ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল দার্জিলিং (৩), জলপাইগুড়ি (৫), দক্ষিণ দিনাজপুর (৮), মুর্শিদাবাদ (১), নদিয়া (৫), বীরভূম (৪), পুরুলিয়া (৪), বাঁকুড়া (৯), পশ্চিম মেদিনীপুর (৫), পূর্ব বর্ধমান (৪), পশ্চিম বর্ধমান (৭), হাওড়া (১৮), হুগলি (১৫), , উত্তর ২৪ পরগনা (১১), দক্ষিণ ২৪ পরগনা (৮)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ ২৮ হাজার ১৮৯। ১৫০ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪২, ৬২২ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.৩২ শতাংশ ( শনিবার যা ছিল ২.২৬%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ১০, ৩১৩ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯।

২৪ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২৪ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১২,৩৮, ০৬৯ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯, ১৮, ৪৫০ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ১৯, ৬১৯ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৭,১৮, ০০, ৩২৮ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫, ২১, ৬২, ৮৭৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৯৬, ৩৭, ৪৫৩ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৮১২।

মমতার নিশানায় ১০০ কোটি টিকাকরণ থেকে ত্রিপুরা! শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া আক্রমণমমতার নিশানায় ১০০ কোটি টিকাকরণ থেকে ত্রিপুরা! শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া আক্রমণ

English summary
Coronavirus situation in West Bengal 989 new cases and 10 death reports on 24 October, 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X