For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল! স্বস্তি দিয়ে কমল পজিটিভিটি রেটও

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমবল। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯,১৯১। শনিবার তা বেড়ে হয়েছে ৬৯৮০। শনিবার মৃতের সংখ্যা ছিল ৩৭। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে। স্বস্তি দিয়ে কমেছে প

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯,১৯১। শনিবার তা কমে হয়েছে ৬৯৮০। শনিবার মৃতের সংখ্যা ছিল ৩৭। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৩.৩৬%। শনিবার যা ছিল ৯২.৬৫%। স্বস্তি দিয়ে কমেছে পজিটিভিটি রেটও। এদিন পজিটিভিটি রেট ৯.৫৩%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৫ হাজার ২৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৩৩৮। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু সংখ্যা ১০।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৬০ (১৩১), কোচবিহারে ১৯৩ (২২১) , দার্জিলিং ৪৩৩ (৮১৫), কালিম্পং ১৪৬ (৭৪) , জলপাইগুড়ি ২২০ (৩৩০), উত্তর দিনাজপুরে ১৬০ (২০৫), দক্ষিণ দিনাজপুরে ১৪২ (২২০), মালদহ ৩১৩ (৪৫৫), মুর্শিদাবাদ ২৬২ (১৬৬), নদিয়া ৩৪০ (৩৯২), বীরভূম ৪৪৯ (৫১৮), পুরুলিয়া ১৪৫ (১৫৮), বাঁকুড়ায় ১৬৭(১৯৫), ঝাড়গ্রাম ৬৭ (৮১), পশ্চিম মেদিনীপুর ১০৭ (২২১), পূর্ব মেদিনীপুর ১৪৬ (১১২), পূর্ব বর্ধমান ৩৯৯ (৪৬৩), পশ্চিম বর্ধমান ২৫৮ (১৮০), হাওড়া ২২১ (৩৪১), হুগলিতে ২৩৫ (৩৩৩), উত্তর ২৪ পরগনায় ৯৬০ (১৩৬০), দক্ষিণ ২৪ পরগনায় ৪৮৪ (৭৩১) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৯৬০), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪৮৪), তিন নম্বরে দার্জিলিং (৪৩৩)।

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং-এ ২ এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে বীরভূম ও হাওড়ায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে ৫ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মৃত্যু হয়েছে দার্জিলিং, পশ্চিম বর্ধমান, হুগলিতে। দক্ষিণবঙ্গে ১ জন রোগীর মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

 ৩ জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি

৩ জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি

আলিপুরদুয়ার (১৮), কোচবিহার (১), এবং কালিম্পং-এ (৮৪)। দক্ষিণবঙ্গের কোনও জেলায় অ্যাকটিভ রোগী বৃদ্ধির কোনও খবর নেই।

আগের দিনের থেকে টেস্ট কমেছে

আগের দিনের থেকে টেস্ট কমেছে

এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৭২,২১৪টি। আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৩৪:৬৬। পজিটিভিটি রেট ৯.৫৩%। শনিবার পরীক্ষা হয়েছিল ৮২৫৬৪ টি। পজিটিভিটি রেট ছিল ১১.১৩%। শনিবার অ্যাকটিভ রোগী তালিকা থেকে বাদ গিয়েছিল ১১১৬৯ জনের নাম। আর রবিবার বাদ গিয়েছে ১৩৪৭৪ জনের নাম।

বিজেপিতে বাড়ছে 'বিদ্রোহ'! প্রভাবশালী দুই নেতাকে শোকজের চিঠি পাঠিয়ে শুরু বাগে আনার প্রক্রিয়াবিজেপিতে বাড়ছে 'বিদ্রোহ'! প্রভাবশালী দুই নেতাকে শোকজের চিঠি পাঠিয়ে শুরু বাগে আনার প্রক্রিয়া

English summary
Coronavirus situation in West Bengal 6, 980 new cases and 36 death reports on 23 January, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X