For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ফের করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বাড়ল! পরপর ৫ দিন মৃতের সংখ্যা ৩০ পার

রাজ্যে একইসঙ্গে করোনা (Coronavirus) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১০,৪৩০। বুধবার তা বেড়ে হয়েছে ১১,৪৪৭। এদিন ৩৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৩৪। এদিন সুস্থতার

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে একইসঙ্গে করোনা (Coronavirus) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১০,৪৩০। বুধবার তা বেড়ে হয়েছে ১১,৪৪৭। এদিন ৩৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৩৪। এদিন সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৯১.০৯%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১,৪৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৯৩। এদিন মৃত্যু হয়েছে ৩৮ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু সংখ্যা ১৪।

 কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৫০ (১১৫), কোচবিহারে ১৫৯ (১৪১) , দার্জিলিং ৪৩৮ (৪০৩), কালিম্পং ২৬ (৩১) , জলপাইগুড়ি ৪৩৪ (২৩৫), উত্তর দিনাজপুরে ২৫৭ (৪৩৫), দক্ষিণ দিনাজপুরে ২৫১ (১৮৬), মালদহ ৩৮৩ (৬০৯), মুর্শিদাবাদ ২৫১ (২০২), নদিয়া ৬৮১ (২২৭), বীরভূম ৬০৮ (২৯১), পুরুলিয়া ২৫০ (৭৭), বাঁকুড়ায় ২১৭(২২১), ঝাড়গ্রাম ৯১ (২৭৫), পশ্চিম মেদিনীপুর ২৪১ (২৮২), পূর্ব মেদিনীপুর ১৪১ (১৭৬), পূর্ব বর্ধমান ৫৫৪ (৩৯৫), পশ্চিম বর্ধমান ৪১৭ (৩৮৬), হাওড়া ৫১৩ (৪৩৮), হুগলিতে ৫৪৫ (৪৫৪), উত্তর ২৪ পরগনায় ১৭৯৮ (১৭৬১), দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৮ (৮৮৫) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৭৯৮), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৮৮৮), তিন নম্বরে নদিয়া (৬৮১)।

এদিন ১১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৮ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও বীরভূমে ২, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম বর্ধমানে ১, হাওয়া ও হুগলিতে ৩ জন করে এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি

বিভিন্ন জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি

আলিপুরদুয়ার (৮৫), কোচবিহার (৬৯), দার্জিলিং (১০৮), জলপাইগুড়ি (২৬৪), উত্তর দিনাজপুর (৬১), দক্ষিণ দিনাজপুর (১০৮), নদিয়া (২২৩), বীরভূম (১৮), পুরুলিয়া (৭৬), পূর্ব বর্ধমান (১৩)-এ অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এদিন টেস্ট অনেকটাই বেড়েছে

এদিন টেস্ট অনেকটাই বেড়েছে

এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৬৭, ৪০৪টি। আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৪:৫৬। পজিটিভিটি রেট ১৬.৯৮%। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ৫৩,৮২৪টি। পজিটিভিটি রেট ছিল ১৯.৩৮%। মঙ্গলবার অ্যাকটিভ রোগী তালিকা থেকে বাদ গিয়েছিল ২৯১২ জনের নাম। আর বুধবার বাদ গিয়েছে ৪০০৯ জনের নাম।

UP Election 2022: উত্তর প্রদেশ নির্বাচনে দুই জোটসঙ্গীর নাম ঘোষণা বিজেপির, কার ভাগে কটি আসনUP Election 2022: উত্তর প্রদেশ নির্বাচনে দুই জোটসঙ্গীর নাম ঘোষণা বিজেপির, কার ভাগে কটি আসন

English summary
Coronavirus situation in West Bengal 11,447 new cases and 36 death reports on 19 January, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X