For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় সব থেকে বেশি করোনা সক্রিয় রোগী, মৃত্যু বেশি উত্তর ২৪ পরগনায়! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

কলকাতায় সব থেকে বেশি করোনা সক্রিয় রোগী, মৃত্যু বেশি উত্তর ২৪ পরগনায়! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

  • |
Google Oneindia Bengali News

রবিবার, ১২ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই কমেছে। মৃত্যু সংখ্যাও ৪ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩৩% । এদিন সুস্থ হয়েছেন ৫৯১ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৮৩ জন। শনিবার যা ছিল ৬১০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৩ হাজার ১৯১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬০০। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১০।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ২৩ হাজার ১৯১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৫৪৮ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৯১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯৬ হাজার ০৪৩ জন।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১৭ (২০৫)। উত্তর ২৪ পরগনায় ১০৮ (১০২) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫২৭৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৯৭৩। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪৩ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৩১, ০৪১। শনিবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২৩, ৫২৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৪৩ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৪, ৬৯০ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৮, ৩৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৫০ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১ (২), কোচবিহারে ১১ (১০) , দার্জিলিং ১৯ (১৮), কালিম্পং ১ (২) , জলপাইগুড়ি ১২ (৮), উত্তর দিনাজপুরে ১ (৩), দক্ষিণ দিনাজপুরে ৭ (৩), মালদহ ৭ (৪), মুর্শিদাবাদ ৭ (২), নদিয়া ২৫ (২৯), বীরভূম ১১ (২৫), পুরুলিয়া ২ (২), বাঁকুড়ায় ৭ (৪), ঝাড়গ্রাম ১ (২), পশ্চিম মেদিনীপুর ৭ (১০), পূর্ব মেদিনীপুর ৭ (৮), পূর্ব বর্ধমান ১১ (১০), পশ্চিম বর্ধমান ১৫ (৩১), হাওড়া ২৩ (৩০), হুগলিতে ৩৯ (৪৫), উত্তর ২৪ পরগনায় ১০৮ (১০২), দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ ( ৫৫) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১০৮), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪৪), তিন নম্বরে হুগলি (৩৯)।

এদিন ২১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ২১ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের কোথাও মৃত্যু হয়নি। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।

এদিন যে ৩ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদ (৩), নদিয়া (১), পুরুলিয়া (১)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০৭ লক্ষ ৫৯ হাজার ১৫০। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৬, ৫৭৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৯ শতাংশ ( শনিবার যা ছিল ১.৬৩ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩০, ৬৫৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০৭ লক্ষ ৫৯ হাজার ১৫০। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৬, ৫৭৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৯ শতাংশ ( শনিবার যা ছিল ১.৬৩ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩০, ৬৫৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০৭ লক্ষ ৫৯ হাজার ১৫০। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৬, ৫৭৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৯ শতাংশ ( শনিবার যা ছিল ১.৬৩ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩০, ৬৫৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯।

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৮৩, ৮৫৬ জন। প্রথম ডোজ পেয়েছেন ৩৭, ২০২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৪৬, ৬৫৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯, ৬৫, ১২, ৩৫২ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৩৮, ৭০, ৭৪৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ২৬, ৪১, ৬০৯ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৫২৮।

English summary
West bengal corona cases today: Total 583 people are infected with Coronavirus on 12 December in West Bengal, 6 Died. All district’s Coronavorus statistics are here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X