For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় লাগামহীন করোনা সংক্রমণ! ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার বেড়ে পৌঁছল ১৪ হাজারে, একনজরে জেলাগুলি

বাংলায় লাগামহীন করোনা (Coronavirus) সংক্রমণ। ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধি প্রায় ৫ হাজারের মতো। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯০৭৩, বুধবার তা বেড়ে হয়েছে ১৪০২২। এদিন ১৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯৭.২৮ শ

  • |
Google Oneindia Bengali News

বাংলায় লাগামহীন করোনা (Coronavirus) সংক্রমণ। ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধি প্রায় ৫ হাজারের মতো। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯০৭৩, বুধবার তা বেড়ে হয়েছে ১৪০২২। এদিন ১৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯৭.২৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৩৭৬৮ জন।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪০২২ জন। মঙ্গলবার যা ছিল ৯০৭৩ জন। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ৫৪.৫৫ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৮ হাজার ৩২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৮২৭। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯ (৮), কোচবিহারে ১২ (১৪) , দার্জিলিং ১৯৩ (৫০), কালিম্পং ৩ (২) , জলপাইগুড়ি ৬১ (৩৮), উত্তর দিনাজপুরে ৪৫ (২১), দক্ষিণ দিনাজপুরে ৩৫ (১০), মালদহ ১২৫ (৯৪), মুর্শিদাবাদ ১৮৭ (২৭), নদিয়া ২৪৯ (৯৮), বীরভূম ৩৯২ (২১৯), পুরুলিয়া ১০৪ (৩৩), বাঁকুড়ায় ১০৮ (৫০), ঝাড়গ্রাম ২৪ (১৮), পশ্চিম মেদিনীপুর ১৬৩ (৯৩), পূর্ব মেদিনীপুর ১০০ (৬৬), পূর্ব বর্ধমান ২৩৩ (১১১), পশ্চিম বর্ধমান ৫৫৬ (৩৪৮), হাওড়া ১২৮০ (৬৯৮), হুগলিতে ৬৭০ (৪০০), উত্তর ২৪ পরগনায় ২৫৪০ (১৩৯১), দক্ষিণ ২৪ পরগনায় ৭৬৩ (৫২৫) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ২৫৪০), দুনম্বরে হাওড়া (১২৮০), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৭৬৩)।

এদিন ১৬ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১৬ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের মৃত্যুর কোনও ঘটনা নেই। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ২ এবং মুর্শিদাবাদ, বীরভূম, হুগলিতে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

২১ জেলা সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে

২১ জেলা সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে

এদিন যে ২১ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (২), দার্জিলিং (১৩৯), জলপাইগুড়ি (২৭), উত্তর দিনাজপুর (৩২), দক্ষিণ দিনাজপুর (১৭), মালদহ (৬৪), মুর্শিদাবাদ (১৫৩), নদিয়া (১৩৮), বীরভূম (২৪৬), পুরুলিয়া (৮৪), বাঁকুড়া (৬৮), ঝাড়গ্রাম (৯), পশ্চিম মেদিনীপুর (৯৫), পূর্ব মেদিনীপুর (৫৬), পূর্ব বর্ধমান (১৬৭), পশ্চিম বর্ধমান (২৮৩), হাওড়া (৭২৬), হুগলি (৩৭৪), উত্তর ২৪ পরগনা (১৫১৫), দক্ষিণ ২৪ পরগনা (৪৩৬)।

অধীর চৌধুরীকে 'গুরুদেব' মানলেন অর্জুন সিং! বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানে ফের জল্পনাঅধীর চৌধুরীকে 'গুরুদেব' মানলেন অর্জুন সিং! বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানে ফের জল্পনা

English summary
Coronavirus situation in West Bengal 14022 new cases and 17 death reports on 05 January, 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X