For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ উগড়ে দিলেন মমতা

কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ উগড়ে দিলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

'মিটিং টা কি জম্মু ও কাশ্মীরকে নিয়ে করছেন, শুধু জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে?' কলকাতায় এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রেস কন্ফারেন্সে কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ উঠতেই মমতা এই প্রশ্ন করেন এক সাংবাদিককে। এপরই দিল্লির বৈঠক প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে কাশ্মীর ইস্যুতে পর পর তোপ দাগেন মমতা।


কাশ্মীর ইস্যুতে মোদীর বৈঠক নিয়ে মমতার বার্তা

কাশ্মীর ইস্যুতে মোদীর বৈঠক নিয়ে মমতার বার্তা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে কাশ্মীর ইস্যুতে সর্বদল বৈঠক নিয়ে তাঁর কোনও ধারনা নেই। এরপরই মমতা বলেন, যে বিষয়ে আমি জানি না , সেবিষয়ে কথা বলব না। তাঁর সাফ প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের 'স্টেটহুড' ছিনিয়ে নেওয়ার কী কারণ ছিল?

প্রসঙ্গ কাশ্মীর ও মমতা

প্রসঙ্গ কাশ্মীর ও মমতা

মমতা এদিন ভূস্বর্গের 'আজাদি' এও বক্তব্য রাখেন। ' আজাদি আগর ছিনকে লেতা হ্যায় , তো সব আজাদি চলা যাতা হ্যায়।' এই বক্তব্য রাখেন মমতা। প্রসঙ্গত, ভূস্বর্গের বাসিন্দাদের স্বাধীনতার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে হিন্দিতে মমতা মন্তব্য করেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে। মমতা দাবি, ২০১৯ সালে মোদী সরকার কাশ্মীর ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছে, তাতে দেশের কোন উপকার হয়নি, তারসঙ্গে কাশ্মীরে কোনও পর্যটকরাও যেতে পারেননি।

'দেশের বদনাম হয়েছে'

'দেশের বদনাম হয়েছে'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ভ্যাকসিন ইস্যুতে যেমন দেশ বদনামের ভাগী হয়েছে মোদীর পদক্ষেপের জেরে, তেমনই কাশ্মীর ইস্যুতে মোদীর পদক্ষেপের জেরে দেশের বদনাম হয়েছে। ঘটনাকে তিনি একনায়কতন্ত্রের তকমা দেন।

শুরু হয়ে গেল বৈঠক

শুরু হয়ে গেল বৈঠক

এদিকে, কলকাতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক প্রসঙ্গে মন্তব্য করছেন, তখন দিল্লির বুকে অমিত শাহকে সঙ্গে নিয়ে কাশ্মীরের সবকয়টি দলকে নিয়ে বৈঠকে বসেন মোদী। বৈঠকের শুরু থেকেই শোনা গিয়েছে ৩৭০ ধারা সম্পর্কে দলগুলির বক্তব্য। কাশ্মীর প্রসঙ্গে এই হাইভল্টেজ বৈঠক কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।


English summary
West Bengal CM Mamta Banerjee talks about PM Modi's Jammu and Kashmir all party meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X