For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উই ওয়ান্ট জাস্টিস'! মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে পাল্টা জবাবে হাওয়া বুঝিয়ে দিল SSKM

'চার ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে, নয়তো হস্টেল খালি করে দিতে হবে',..' পরিষেবা দিতেই হবে', 'পুলিশ চাইলে পুলিশ কি ধরনায় বসতে পারে?' এমনই সমস্ত বক্তব্য উঠে এসেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

'চার ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে, নয়তো হস্টেল খালি করে দিতে হবে',..' পরিষেবা দিতেই হবে', 'পুলিশ চাইলে পুলিশ কি ধরনায় বসতে পারে?' এমনই সমস্ত বক্তব্য উঠে এসেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে । তখন তিনি এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে। সেখান থেকেই মাইকে এমন হুঁশিয়ারি দিতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা। আর সামনে মুখ্যমন্ত্রীকে পেয়ে কোনও কথায় কান না দিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে এসএসকেএম, ফুঁসে ওঠেন জুনিয়ার চিকিৎসকরা। বুঝিয়ে দেন রাজ্যের হাওয়া কী!

সোমবারের ঘটনার৩ দিন পর মুখ্যমন্ত্রী!

সোমবারের ঘটনার৩ দিন পর মুখ্যমন্ত্রী!

'পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না।' এসএসকেএম চত্বরে দাঁড়িয়ে এমনভাবে গর্জে উঠেছেন মমতা। উদ্দেশ্য , যাতে চিকিৎসকরা কাজে যোগ দেন অবিলম্বে। সোমবারের এনআরএস-এ চিকিৎসকদের ওপর রোগীর আত্মীয়দের পরিবারের মারধরের ঘটনার ৩ দিন পর এসএসকেএম -এ আজ গেছিলেন মমতা।

হাওয়া বুঝিয়ে দিল SSKM

হাওয়া বুঝিয়ে দিল SSKM

ততক্ষণে মাইক হাতে মুখ্য়মন্ত্রী একের পর এক হুঁশিয়ার দিয়ে যাচ্ছেন রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজের বুকে। হুঁশিয়ারি চলছে চিকিৎসকদের দিকে তাক করে। আর ক্ষুব্ধ এসএসকেএম তখন স্লোগান দিচ্ছে 'উই ওয়ান্ট জাস্টিস'! মুখ্যমন্ত্রীর দাবিকে পরওয়া না করে হাওয়া আজ বুঝিয়ে দিয়েছেন অবস্থানরত চিকিৎসকরা। যাঁদের সহকর্মীরা আজ হাসপাতালের বিছানায় চিকিৎসারত।

এনআরএস নয়, এসএসকেম এ মমতা!

এনআরএস নয়, এসএসকেম এ মমতা!

গোটা এনআরএস ফুঁসছে ক্ষোভে! তাঁদের দুই জুনিয়ার চিকিৎসক গুরুতর চোট নিয়ে ভর্তি হাসপাতালে,। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবেমাত্র উঠেছেন জুনিয়ার চিকিৎসক পরিবহ। গোটা বাংলার চিকিৎসকরা এনআরএস-এর পাশে। এমন অবস্থায় এনআরএস-এ না গিয়ে এসএসকেএম -এ অবস্থানরত চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন মমতা। খোঁজ নিলেন রোগীরা চিকিৎসা পাচ্ছেন কি না! তবে প্রশ্ন উঠছে, কেন এসএসকেএম ? কেন এনআরএস-এ গেলেন না মমতা? কোনও ফুঁসে ওঠা ক্ষোভের আঁচ কী তাহলে মুখ্যমন্ত্রী পেয়েছেন?

কেমন আছেন পরিবহ?

কেমন আছেন পরিবহ?

সোমবার রাতে রোগীর পরিবারের অকথ্য মারধরের পর গুরুতর অসুস্থ হয়ে মল্লিকবাজার নিউরোসাইয়েন্সে ভর্তি হন জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। এরপর, করোটিতে আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে কঠিন লডা়ইয়ের পর ফের একবার চিকিৎসা পরিষেবা দেওয়ায় ব্রতী হয়ে উঠছেন পরিবহ। আর তাঁর সুস্থতার পাশাপাশি 'ন্যায়' এর কামনায় লড়ছেন তাঁর সহকর্মীরা। ল়ডছে বাংলার চিকিৎসক মহল।

[আরও পড়ুন: ' ভালো আছি' এনআরএস কাণ্ডে মৃত্যুর সঙ্গে কঠিন লড়াইয়ের পর বলছেন পরিবহ,দেখুন ভিডিও ][আরও পড়ুন: ' ভালো আছি' এনআরএস কাণ্ডে মৃত্যুর সঙ্গে কঠিন লড়াইয়ের পর বলছেন পরিবহ,দেখুন ভিডিও ]

[আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি মমতার! কাজে যোগ দেওয়ার জন্য দিলেন ডেড লাইন][আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি মমতার! কাজে যোগ দেওয়ার জন্য দিলেন ডেড লাইন]

[আরও পড়ুন:এনআরএস-এর ঘটনা তাৎক্ষণিক! দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস মমতার][আরও পড়ুন:এনআরএস-এর ঘটনা তাৎক্ষণিক! দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস মমতার]

English summary
West Bengal CM Mamata Banerjee faces Go back Slogan in SSKM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X