বাংলা ছাড়িয়ে এবার দেশের মানচিত্রে রাজ করবেন সৌরভ, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা
শারদীয়ার শেষে বাংলাকে সেরা উপহার দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি'র প্রসিডেন্ট পদ থেকে এবার দেশের ক্রিকেট মানচিত্রের সর্বোচ্চ সিংহাসনে বসতে চলেছেন মহারাজ। এবার বিসিসিআইয়ের সভাপতি পদে দেখা যাবে সৌরভকে। রবিবার দীর্ঘ নাটকের পর মধ্যরাতে সৌরভের মনোনয়ন জমা দিতে চলার পাকা খবর প্রকাশ্যে আসে। এরপরই ভারতীয় ক্রিকেটমহলে হৈচৈ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে সৌরভই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে চলেছেন। এবার সেই নিয়ে মহারাজকে টুইটে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
|
মমতার টুইট
'সৌরভকে অনেক শুভেচ্ছা। বাঙালি হিসেবে আজ গর্বের দিন। প্রেসিডেন্ট সৌরভের সময়ে দেশের ক্রিকেট খেলা অনেক উন্নতি করুক এই কামনাই করি। ক্রিকেটার ও সিএসবি'র প্রশাসক হিসেবে সৌরভকে পাওয়ার পর এবার দেশের হয়ে আরও বড় মঞ্চে সৌরভকে পাওয়া যাবে। তোমার নতুন ইনিংসের জন্যে অনেক অভিনন্দন।'

মমতার হাত ধরে প্রশাসক সৌরভের উত্থান
প্রসঙ্গত এর আগে মমতার হাত ধরেই বাংলার ক্রিকেট প্রশাসনের মসনদে এসেছিলেন মহারাজ। ক্রিকেট প্রশাসক আইকন জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সৌরভকে (২০১৫ সালে) সিএবি প্রেসিডেন্ট ও অভিষেক ডালমিয়াকে সচিব হিসেবে, বাংলার ক্রিকেট প্রশাসক হিসেবে নিয়ে এসেছিলেন মমতা। এর আগের ২০১৪ সাল থেকে সিএবি'র যুগ্ম সচিব ছিলেন সৌরভ।

রাজ্য ছাড়িয়ে এবার দেশে
এবার সৌরভ রাজ্য ছাড়িয়ে দেশের ক্রিকেট মসনদে বসতে চলেছেন। সৌরভকে এবার প্রশাসক হিসেবে আরও বড় মানচিত্রে কাজ করতে দেখা যাবে।
|
বিজেপি নেতা মুকুল রায়ের টুইট
বিজেপি নেতা মুকুল রায় টুইটে লেখেন, 'সৌরভ প্রেসিডেন্ট হলে, ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু হবে। প্রেসিডেন্ট সৌরভের নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা।