For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অন্দরে বড়সড় বিভ্রান্তি! পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে কোনপথে হাঁটবে পদ্ম শিবির

২০২০ পুরভোট: বিজেপির অন্দরে বড়সড় বিভ্রান্তি! প্রার্থীতালিকা নিয়ে কোনপথে পদ্ম শিবির

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বাংলার ৪২ আসনের ১৮ টি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সেই অঙ্ককে পাল্টা মাত দেওয়ার সুযোগ তৃণমূল কংগ্রেসের কাছে ২০২১ বিধানসভা নির্বাচন। তবে তার আগে লিটমাস টেস্ট হিসাবে উঠে আসছে ২০২০ পুরভোট। আর পুরভোট ঘিরে ইতিমধ্যেই ভোট যুদ্ধের রণদুন্দুভি বেজে গিয়েছে। এবার কলকাতায় পুরসভার লালবাড়ি দখলের লড়াইয়ের প্রস্তুতি বিজেপি শিবিরে শুরু হয়ে গিয়েছে। ভোটের সেনাপতি হিসাবে 'চাণক্য'মুকুলে ভরসা রাখলেও প্রার্থী পদ নিয়ে খানিকটা বিভ্রান্তি শুরু হয়েছে বিজেপির অন্দরে।

তারকা-যুদ্ধ!

তারকা-যুদ্ধ!

একদিকে রাজনীতির ময়দানের তারকারা অন্যদিকে টলিউড সহ খেলাধুলোর ময়দান থেকে আসা সেলেবরা, এই দুই শিবির নিয়ে প্রার্থী তালিকার প্রেক্ষাপটে বিভ্রান্তি বাড়ছে বিজেপির অন্দরমহলে। প্রাথমিকভাবে বিনোদল জগত থেকে আসা সেলেবদের পুরভোটে প্রার্থী করাার পথেই এগিয়ে যাচ্ছিল বাংলার পদ্মশিবির। তবে তাতে বাধ সাধেন 'চাণক্য' রায়বাবু! আর সেই থেকেই শুরু ভোট-গণিত ঘিরে বিজেপির বিভ্রান্তির।

পদ্মশিবিরে কোন ভোট-গণিত?

পদ্মশিবিরে কোন ভোট-গণিত?

রাজ্য বিজেপির একাংশের দাবি , দলে যোগ দেওয়া নতুন সেলেবদের পুরভোট ময়দানে প্রার্থী হিসাবে তুলে ধরা হোক। অন্যদিকে, গ্ল্যামার ফ্যাক্টরে জোর দিতে খুব একটা রাজি নন বিজেপি নেতা মুকুল রায় । প্রসঙ্গত, বাংলায় পুরভোটের জন্য় বিজেপির কাণ্ডারী সেই মুকুল রায়ই। যাঁর কাঁধে ভরসা রেখে বাংলায় লোকসভা ভোট পার করেছে বিজেপি।

তৃণমূলের পুরনো ফর্মুলাতেই বিজেপি!

তৃণমূলের পুরনো ফর্মুলাতেই বিজেপি!

২০১১ নির্বাচনে তৃণমূলের তরফে পুরভোটের ঘুঁটি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম , শোভন চট্টোপাধ্যায়দের মতো কিছু তাবড় নাম। যাঁরা রাজনীতির ময়দানের হেভিওয়েট হিসাবে উঠে আসেন। এদিকে, সূত্রের দাবি, বিজেপির অন্দরেও সেরকমই কিছু ছক কষছেন মুকুল রায়। যাতে গ্ল্যামার ফ্যাক্টর সরিয়ে রাজনীতির পোড় খাওয়া রথী-মহারথীদের ময়দানে নামানো যায় এই পুরোভোটে।

তারকা-চমক কোন কোন ক্ষেত্রে?

তারকা-চমক কোন কোন ক্ষেত্রে?

যতদূর খবর পাওয়া যাচ্ছে, তাতে পুরভোটের ১৪ থেকে ১৫ টি আসনে তারকা প্রার্থীদের সুযোগ দেওয়া হতে পারে। তারকাদের মুখ আম জনতাার কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে ভোটের ময়দানে বলে ধারণা পদ্মশিবিরের একাংশের। সেক্ষেত্রে এই ১৪ থেকে ১৫ টি আসন কোনগুলি হতে পারে তা নিয়ে জল্পনা চলছে।

পদ্ম শিবির ও গ্ল্যামার ফ্যাক্টর

পদ্ম শিবির ও গ্ল্যামার ফ্যাক্টর

পদ্মশিবিরের গত কয়েক মাস জুড়ে একের পর এক তাবড়া তারকাদের যোগ দিতে দেখা গিয়েছে। টলিউডের অভিনেত্রী পার্নো মিত্র থেকে রূপাঞ্জনা, রিমঝিম মিত্র , ঋষি কৌশিকের মতো তারকারা সেখানে যোগ দিয়েছেন। অগ্নিমিত্রা পলকে সামনে রেখে টলিউডের রাজনৈতিক সংগঠন হিসাবেও বিজেপি জমি শক্ত করছে। এমন পরিস্থিতিতে পুরভোটে বিজেপির প্রার্ঠথী তালিকায় গ্ল্যামার জেতে নাকি পোড় খাওয়া রাজনীতিকরা জেতেন , সেদিকে নজর সকলের।

বিকাশ ভবন চত্বরে মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের অনুমতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সরকারবিকাশ ভবন চত্বরে মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের অনুমতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সরকার

English summary
West Bengal Civic Poll 2020, Bjp confused of candidate list .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X