For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিদ্রোহী' প্রাক্তন দুই বিজেপি 'নেতা'কে জেতাতে প্রচারে নামবেন মমতা-অভিষেক

বিধানসভা নির্বাচনের পর থেকে বাংকায় ভোট কমেছে বঙ্গ বিজেপির! যার প্রভাব সদ্য ১০৮ পুরসভা নির্বাচনেও পড়েছে। প্রধান বিরোধী শক্তি হওয়া স্বত্বেও বাংলায় একটাও পুরসভা দখল করতে পারনি বিজেপি। আর এই অবস্থায় সামনে বড় চ্যালেঞ্জ শুভেন্

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের পর থেকে বাংকায় ভোট কমেছে বঙ্গ বিজেপির! যার প্রভাব সদ্য ১০৮ পুরসভা নির্বাচনেও পড়েছে। প্রধান বিরোধী শক্তি হওয়া স্বত্বেও বাংলায় একটাও পুরসভা দখল করতে পারনি বিজেপি। আর এই অবস্থায় সামনে বড় চ্যালেঞ্জ শুভেন্দু-সুকান্তের কাছে।

আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। যার মধ্যে আসানসোল বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। দুবার সেই কেন্দ্রে থেকে সাংসদ হয়েছেন বাবুল সুপ্রিম। যদিও এবার তৃণমূলের হয়ে প্রাক্তন সাংসদ লড়ছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে।

মাটি কামড়ে বিজেপি!

মাটি কামড়ে বিজেপি!

বাবুলের বিরুদ্ধে বালিগঞ্জে বিজেপির প্রার্থী কেয়া ঘোষ এবং আসানসোল কেন্দ্র থেকে অগ্নিমিত্রাকে সামনে রেখেই এগোচ্ছে তৃণমূল। গড় আগলে রাখতেই হবে। আর সেই কারণে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। শুধু তাই নয়, গত কয়েকদিনে বিভিন্ন সভা করেছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছে বঙ্গ বিজেপি। তবে শেষ হাসি সেখানে কে হাসবেন নজর ফলাফলের দিকে।

বালিগঞ্জেও ফাইট দিচ্ছে বিজেপি

বালিগঞ্জেও ফাইট দিচ্ছে বিজেপি

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর ছয়মাসের মধ্যে ওই বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। প্রাক্তণ বিজেপি বিদ্রোহী নেতা বাবুলকে সামনে রেখে এই কেন্দ্র জিততে মরিয়া তৃণমূল। যদিও বাবুলের প্রার্থী হওয়া নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু মানুষেরা বাবুলকে প্রার্থী হিসাবে চান না। এমনকি 'নো ভোট ফোর বাবুল' এমন একটি ক্যাম্পেনও তৈরি হয়েছে। আর সেই জায়গাটাই ধরতে চেষ্টা বিজেপির। প্রার্থী কেয়া ঘোষের উপর বড় দায়িত্ব।

ময়দানে নামছেন অভিষেক

ময়দানে নামছেন অভিষেক

বালিগঞ্জ তো বটেই, আসানসোল লোকসভা পাখির চোখ তৃণমূলের কাছে। এই অবস্থায় ভোটের ময়দানে নামছেন অভিষেক। পুর-নির্বাচনে প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে এবার শত্রুঘ্ন এবং বাবুলের হয়ে অভিষেক প্রচার করবেন বলে জানা যাচ্ছে। ১২ এপ্রিল ভোট রয়েছে। একেবারে শেষ লগ্নে অভিষেক প্রচারে নামবেন বলে জানা যাচ্ছে। তৃণমূল সুত্রে জানা গিয়েছে, ৬ কিংবা ৭ এপ্রিল বাবুলের হয়ে বালিগঞ্জে প্রচার করতে পারেন অভিষেক। আর এরপরে শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে যাবেন অভিষেক।

 প্রচার করতে পারেন মমতাও

প্রচার করতে পারেন মমতাও

শুধু অভিষেকই নয়, প্রচারে নামতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক থেকে তিনি প্রচার করবেন তা এখনই স্পষ্ট নয়। তবে প্রথমে শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে এবং পরে বাবুলের হয়ে বালিগঞ্জে প্রচার করতে পারেন নেত্রী। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সুত্রের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে।

English summary
Mamata Banerjee and Abhishek Banerjee will campaign for Shatrughna Sinha in Asansol By Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X