For Quick Alerts
For Daily Alerts
বাংলার তিন কেন্দ্রে উপনির্বাচনের আপডেট
বাংলার তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। খড়্গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের সবকটি দলের কাছে শক্তি যাচাইয়ের জায়গা। এই তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল আগামী দিনে প্রত্যেকটি দলকেই দিশা দেখাবে। ফলে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম কংগ্রেস জোট নিজেদের নিজেদের মতো করে তিন কেন্দ্রে প্রচার সেরেছে। এখন দেখার ভোট বাক্সে কে কত নম্বর পায়।
সারাদিনের সমস্ত ভোট আপডেট একনজরে
Newest First Oldest First
READ MORE