For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার তিন কেন্দ্রে উপনির্বাচনের আপডেট

  • |
Google Oneindia Bengali News

বাংলার তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। খড়্গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের সবকটি দলের কাছে শক্তি যাচাইয়ের জায়গা। এই তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল আগামী দিনে প্রত্যেকটি দলকেই দিশা দেখাবে। ফলে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম কংগ্রেস জোট নিজেদের নিজেদের মতো করে তিন কেন্দ্রে প্রচার সেরেছে। এখন দেখার ভোট বাক্সে কে কত নম্বর পায়।

সারাদিনের সমস্ত ভোট আপডেট একনজরে

বাংলার তিন কেন্দ্রে উপনির্বাচনের সমস্ত আপডেট

Newest First Oldest First
5:59 PM, 25 Nov

ভোট এখনও পর্যন্ত চলছে। সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হবে। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
5:44 PM, 25 Nov

বিজেপি প্রার্থীর ওপরে হামলার ঘটনার কড়া নিন্দা করল সিপিএম-কংগ্রেস। বিজেপি অসভ্য দল হলেও তৃণমূল দেখিয়ে দিল গণতন্ত্র বলে রাজ্যে কিছু নেই, বললেন সুজন চক্রবর্তী।
4:05 PM, 25 Nov

বিকেল তিনটে পর্যন্ত ৬৪.৩৫ শতাংশ ভোট পড়ল তিন কেন্দ্র মিলিয়ে।
4:03 PM, 25 Nov

কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারকে শোকজ নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে স্ত্রীকে কি করে ও কোথায় ভোট দিতে হবে তা দেখানোর জন্য বিধিভঙ্গ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনায় এদিন অপসারিত করা হয়েছে এই বুথের প্রিসাইডিং অফিসারকে।
2:25 PM, 25 Nov

বেলা ১টা পর্যন্ত খড়্গপুর সদরে ৪২.৮০ শতাংশ, করিমপুরে ৫০.৫০ শতাংশ ও কালিয়াগঞ্জে ৪৯.৭০ শতাংশ ভোট পড়ল, মোট ভোটের হার ৪৭.৬৭ শতাংশ।
2:25 PM, 25 Nov

জয়প্রকাশ মজুমদার নিগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। যারা এই কাজ করেছে তার তীব্র নিন্দা করছি: রাজীব বন্দ্যোপাধ্যায়
1:20 PM, 25 Nov

সকাল ১১টা পর্যন্ত তিন কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৩০.১৭ শতাংশ।
1:13 PM, 25 Nov

করিমপুরের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। জয়প্রকাশ মজুমদারকে লাথি মারার ঘটনায় এসডিও-র বিরুদ্ধেও এফআইআর বিজেপির।
11:22 AM, 25 Nov

কালিয়াগঞ্জের বুথে বিজেপির প্রার্থী কমল সরকারের নির্বাচনের বিধিভঙ্গের অভিযোগের ঘটনায় অপসারিত এই বুথের প্রিসাইডিং অফিসার। নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত।
11:02 AM, 25 Nov

করিমপুরের সাহেবপাড়ায় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের।
10:26 AM, 25 Nov

সকাল ৯টা পর্যন্ত তিন কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৩.৮১ শতাংশ।
10:22 AM, 25 Nov

কালিয়াগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৪.৩ শতাংশ।
10:13 AM, 25 Nov

করিমপুরে অশান্তির ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
10:12 AM, 25 Nov

করিমপুরের বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
9:55 AM, 25 Nov

করিমপুরের সাহেবপাড়া বুথে জয়প্রকাশ মজুমদার গেলে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পুলিশ।
9:54 AM, 25 Nov

সকাল ৯টা পর্যন্ত খড়্গপুরে ভোট পড়েছে ১২.৬ শতাংশ।
9:53 AM, 25 Nov

খড়্গপুরে ভোট দিলেন বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ।
9:50 AM, 25 Nov

বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ভোটের দিন খড়গপুরে কেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।
9:49 AM, 25 Nov

তৃণমূল কংগ্রেস গন্ডগোল পাকাতে এলে পালটা জবাব দেবে বিজেপি। খড়্গপুরে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
9:48 AM, 25 Nov

করিমপুরে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।
9:48 AM, 25 Nov

কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গ করার অভিযোগ। বিজেপি প্রার্থী কমল সরকার। কোথায় ভোট দিতে হবে তা বুথের ভিতরে দেখিয়ে দিলেন স্ত্রীকে।
9:39 AM, 25 Nov

খড়্গপুরে বয়স্ক মহিলাকে বুথে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
9:37 AM, 25 Nov

এলাকায় গেলে মারধর করা হয় বিজেপি কর্মীদের। তিন জন আহত হয়েছেন বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। তালবাগিচার বানজারা বস্তির ঘটনা।
9:37 AM, 25 Nov

খড়্গপুরের তালবাগিচা এলাকায় টাকা বিলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
9:36 AM, 25 Nov

জওয়ানদের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি প্রার্থীর। বুথে আসা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে।
9:29 AM, 25 Nov

করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।
8:40 AM, 25 Nov

করিমপুরে ইভিএম-এর কাছে জয়প্পরকাশ মজুমদার, বুথ থেকে বের করে দেওয়া হল তাঁকে।
8:09 AM, 25 Nov

করলে যোগ্য জবাব, বললেন দিলীপ ঘোষ
8:09 AM, 25 Nov

খড়গপুরের একটি বুথে আয়না লাগিয়ে নজরদারি
8:01 AM, 25 Nov

আপাতত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে
READ MORE

English summary
West Bengal By elections 2019 : Get live updates news of assembly bypoll in Kharagpur, Kaliaganj and Karimpur in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X