For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্ন দখলে রাখতে নেতাজি শরণে মমতা! বাজেটে একের পর এক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

নির্বাচনী আবহে রাজ্য বাজেটও নেতাজিময়। এদিন বাজেট পেশেপর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নিউটাউনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে আজাদ-হিন্দ স্মারক নির্মাণ হবে৷ এই প্রকল্পের জন্যে ব্যয়বরাদ্দ ১০০ কোটি টাকা৷ প্রতিটি জেলায় জয়হিন্দ ভবন নির্মাণের ঘোষণাও করেন মমতা৷ এদিকে এর জন্যে আগামী অর্থবর্ষে ব্যয় বরাদ্দ ১০০ কোটি টাকা৷ কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব৷ বরাদ্দ ১০ কোটি টাকা৷'

চালু হবে নেতাজি রাজ্য যোজনা কমিশন

চালু হবে নেতাজি রাজ্য যোজনা কমিশন

এছাড়া রাজ্যে চালু হবে নেতাজি রাজ্য যোজনা কমিশন৷ বরাদ্দ পাঁচ কোটি টাকা৷ এদিন মমতা আরও ঘোষণা করেন, ২০২১ সালের পরও চালু থাকবে বিনামূল্যে রেশন দেওয়ার কাজ৷ আগামী অর্থবর্ষে বরাদ্দ ১৫০০ কোটি টাকা৷ এছাড়া স্বল্পমূল্যে খাবার দিতে চালু হচ্ছে মা প্রকল্প৷ বরাদ্দ ১০০ কোটি টাকা৷ এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দ ১৫০০ কোটি টাকা৷

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ

এদিকে এদিন বাজেট বক্তৃতাতেও রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে৷ করোনা প্যানডেমিক আমফানের সময় কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে বলেও তিনি অভিযোগ করেন৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার বাংলার উন্নয়নে এগিয়ে নিয়ে গিয়েছেন বলে জানানো হয়েছে বাজেটে৷

রাজবংশী ভাষায় ২০০টি বিদ্যালয়ের অনুমোদন

রাজবংশী ভাষায় ২০০টি বিদ্যালয়ের অনুমোদন

এদিকে রাজবংশী ভাষায় ২০০টি বিদ্যালয়ের অনুমোদন৷ ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করা হয়েছে৷ আন-এডেড মাদ্রাসাগুলির জন্য ৫০ কোটি বরাদ্দের প্রস্তাব৷ তফশিলি জাতি-উপজাতিদের ২০ লক্ষ গৃহনির্মাণ৷ বরাদ্দ ১৫০০ কোটি টাকা৷ কৃষকবন্ধুদের আর্থিক সহায়তা বাড়ানো হল৷ এছাড়া চা সুন্দরী প্রকল্পে ১৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে আগামী অর্থবর্ষের জন্য৷

ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি

ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি

এদিন বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি ঘটে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন৷ এবার যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে৷ তাই রাজ্য সরকার নিয়ম মেনে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন৷ এবার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ৷ সেই কারণে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাজেট পেশের সময় গোলমাল

বাজেট পেশের সময় গোলমাল

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷ তার পর অন্তর্বর্তী বাজেট পেশ শুরু করেন মুখ্যমন্ত্রী৷ তবে তার আগে বিজেপি বিধায়কদের এই আচরণের সমালোচনা করেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, তিনি একাধিকবার রেল বাজেট পেশ করেছেন৷ তাছাড়া সংসদে একাধিক সাধারণ বাজেট পেশ করার উপস্থিত থেকেছেন৷ বাজেট পেশের সময় গোলমাল না করাই সৌজন্যতা৷

English summary
West Bengal Budget: Netaji Subhash Chandra Bose in focus as Mamata Banerjee presented vote on account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X