For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী বৈতরণী পার করতে মমতার ভরসা উড়ালপুল! শহরজুড়ে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক উড়ালপুল তৈরির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে৷এদিন মমতা পথশ্রী প্রকল্পে ৪৬ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরির কথা ঘোষণা করলেন৷ এতে ব্যয় বরাদ্দের প্রস্তাব ৫০০ কোটি টাকা৷ এছাড়া এদিন মমতা প্রস্তাব রাখেন, ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল নির্মিত হবে৷ জীবনানন্দ সেতু থেকে দেশপ্রাণ শাসমল রোড পর্যন্ত প্রিন্স আনোয়ার শা রোজে একটি উড়ালপুল তৈরি হবে৷

এদিকে উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল

এদিকে উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল

এদিকে উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল৷ পাইকপাড়া থেকে শিয়ালদা উড়ালপুল৷ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল৷ পথচারীদের জন্য পার্কসার্কাস কানেক্টরে স্কাইওয়াক৷ মাঝেরহাট-টালিগঞ্জ ও যাদবপুর-গড়িয়া উড়ালপুল৷ এই প্রকল্পগুলির জন্য আগামী অর্থবর্ষে ২৪৭৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হল৷

সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন

সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন

সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন৷ পশ্চিমবঙ্গ হাইওয়ে কর্পোরেশনের নাম বদলে এই নতুন কমিশন তৈরি করা হবে৷ আগামী ২ বছরের মধ্যে অন্ডাল বিমান বন্দরকে আন্তর্জাতিক উড়ানের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০ কোটি ব্যয়বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷

পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী

পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী

এছাড়া পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী গড়ে তোলা হবে ২৪৩৯ একর জমির উপর৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মসুন্দরী প্রকল্প৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ অপরদিকে রাজ্যের পশ্চিম অংশের অনুর্বর জমিতে মাটির সৃষ্টি প্রকল্প চলছে৷ এই প্রকল্পে আগামী বছর আরও ১৪ হাজার একর জমির উপর এই পরিকল্পনা করা হয়েছে৷ এতে কর্মসংস্থান বাড়বে৷

৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালের উপর কংক্রিট সেতু

৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালের উপর কংক্রিট সেতু

এদিকে রাজ্যে ৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালগুলির উপর কাঠের সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু তৈরি হবে৷ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে৷ প্রথম বছরে সুদের ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে৷ এর জন্য ১০ কোটি টাকা আগামী অর্থবর্ষে বরাদ্দ করার কথা বলা হয়েছে৷

English summary
West Bengal Budget: Mamata Banerjee announces roads and flyover projects all around state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X