For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, কন্যাশ্রী, সবুজ সাথীর খতিয়ান, এক নজরে রাজ্যের 'শিক্ষা বাজেট'

শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, কন্যাশ্রী, সবুজ সাথীর খতিয়ান, এক নজরে রাজ্যের 'শিক্ষা বাজেট'

Google Oneindia Bengali News

শুক্রবার ১১ মার্চ, ২০২২, বাংলার ইতিহাসে একটি স্মরণীয় দিন। কারণ, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই প্রথম কোনও মহিলা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে বিধানসভা ভবনে রাজ্য বাজেট পেশ করলেন। এদিন বাজেট শুরু করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাজ্যের নব্য দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই বাজেট পেশ শুরুকরেন তিনি। একে একে উঠে আসে স্বাস্থ্য, শিক্ষা, জন কল্যাণ সহ একাধিক খাতে এবারের বাজেট বরাদ্দের খতিয়ান। এক নজরে দেখে নেওয়া যাক এইবার অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে শিক্ষা ক্ষেত্রে বাজেট কী বলছে।

করোনার পর শিক্ষাক্ষেত্র

করোনার পর শিক্ষাক্ষেত্র

২০২০ সাল থেকে বিগত ২ বছর টানা বন্ধ ছিল রাজ্যের সব স্কুল, কলেজ সহ সবরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ২০২১ সালের নভেম্বরে কিছুদিনের জন্য উচ্চ বিদ্যালয় এবং কলেজগুলি খোলা হলেও দেশ জুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পড়ে ফের বন্ধ হয়ে যায় শিক্ষালয় গুলি। তাই এই বছর বাজেটে শিক্ষাক্ষেত্র নিয়ে কী বিশেষ সিদ্ধান্ত হয় তা জানতে অপেক্ষা ছিল গোটা রাজ্যবাসীর। আর সেই ক্ষেত্রে এই বছর রাজ্য বাজেটে জোর দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাক্ষেত্রের পরিকাঠামোগত উন্নতির দিকে।

শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি

শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি

শুক্রবার পেশ করা হল ২০২২-২০২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট। গত সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর সেখানেই নানা খাতে বরাদ্দ কী কী হবে তা নিয়ে একদিকে যেমন চলেছে চুলচেরা বিশ্লেষণ, অপরদিকে জল্পনাও ছিল বিস্তর। অবশেষে এইদিন বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগের তুলনায় শিক্ষা ক্ষেত্রে সার্বিক বাজেট বরাদ্দ ৮গুন বৃদ্ধি পেয়েছে, এবং এই বছর ২৫.২গুণ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বলে বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রেও বৃদ্ধি করা হয়েছে বাজেট বরাদ্দ।

কোন খাতে কত বরাদ্দ

কোন খাতে কত বরাদ্দ

চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২২-২৩ সালে রাজ্যে শিক্ষাক্ষেত্রে মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৫,১৯,২৯০ কোটি টাকা। এই টাকা স্কুল শিক্ষা ক্ষেত্রে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে চলতি অর্থবছরে রাজ্যের বাজেট বরাদ্দের পরিমাণ ৫হাজার, ৮১১ কোটি ১১ লক্ষ টাকা। সেইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য রাজ্য বাজেটে এবার অর্থ বরাদ্দের পরিমাণ রাখা হয়েছে ১হাজার ২৮৬ কোটি টাকা। রাজ্যের সকল গ্রন্থাগারগুলির সার্বিক উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গণশিক্ষার বিকাশ এবং সম্প্রসারণ ক্ষেত্রে বাজেট বরাদ্দ হয়েছে ৩৮৭ কোটি ৪০ লক্ষ টাকা। বরাবরই বিশেষ নজরে থাকে সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষার বিষয়টি। সেক্ষেত্রে বাজেট বরাদ্দ করা হয়েছে ৫হাজার, ৪কোটি, ৫লক্ষ টাকা।

নজরে কন্যাশ্রী, সবুজ সাথী

নজরে কন্যাশ্রী, সবুজ সাথী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলা হয় কন্যাশ্রী প্রকল্পকে।সেক্ষেত্রে এই প্রকল্পে অর্থলগ্নীর কথা বরাবর বলে এসেছেন মুখ্যমন্ত্রী। বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যে কন্যাশ্রীর সুবিধা পাচ্ছে ৭৭ লক্ষ ছাত্রী। পাশাপাশি রূপশ্রী প্রকল্পে ১১ লক্ষ জনকে টাকা দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে ১ কোটি ৩ লক্ষ পড়ুয়া।

মমতার হাতে থাকা স্বাস্থ্য দফতরের বাজেট বাড়ল অনেকটাই, আরও ৬ মেডিক্যাল কলেজ হচ্ছে কোথায়?মমতার হাতে থাকা স্বাস্থ্য দফতরের বাজেট বাড়ল অনেকটাই, আরও ৬ মেডিক্যাল কলেজ হচ্ছে কোথায়?

English summary
west bengal budget 2022 education budget of west bengal in 2022 2023 financial year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X