For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বাজেট অধিবেশন ঘিরে ফের রাজ্যপাল-রাজ্য নজিরবিহীন সংঘাত

বাংলায় বাজেট অধিবেশন ঘিরে ফের রাজ্যপাল-রাজ্য নজিরবিহীন সংঘাত

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের বাজেটে উদ্বোধনী বক্তৃতা ঘিরে ফের একবার নজিরবিহীন সংঘাত দেখা যায় রাজ্য ও রাজ্যপালের মধ্যে। বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল জগদীপ ধনকড়ের মধ্যে তুমুল সংঘাত শুরু হয়। এবার সেই জটিলতার মাত্রা বাড়িয়ে রাজ্য বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্যপাল বনাম রাজ্য সংঘাত ক্রমেই উর্ধ্বমুখী।

জগদীপ ধনকড় কী বলেছেন?

জগদীপ ধনকড় কী বলেছেন?

জগদীপ ধনকড় সাফ জানিয়েছেন যে, রাজ্য বাজেটের অধিবেশনের উদ্বোধনীতে তিনি আজ যে ভাষণ দিতে চলেছেন, তা নিয়ে তিনি অভিভূত। তবে রাজ্যের লিখে দেওয়া বক্তব্যের বাইরে গিয়েও তাঁর বক্তব্য রাখবার অধিকার রয়েছে বলে নিজের অবস্থান স্পষ্ট করে দেন ধনকড়।

উদ্বোধনী ভাষণ ও জটিলতা

উদ্বোধনী ভাষণ ও জটিলতা

উল্লেখ্য,বিধানসভায় আয়োজিত রাজ্য বাজেট অধিবেশনে এদিন উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে চলেছেন রাজ্যপাল ধনকড়। তবে , রাজ্যপাল তার আগে রাজ্যের তরফে লিখে দেওয়া তাঁর ভাষণের অংশের কিছু অংশ পরিবর্তন করতে বলেন। আর রাজ্য সাফ জানিয়ে দিয়েছে যে , তারা এই পরিবর্তন করবে না। আর রাজ্যের এই অবস্থানের পরই শুরু হয়ে যায় সংঘাত।

ধনকড়ের চিঠি মমতারক প্রশাসনকে

ধনকড়ের চিঠি মমতারক প্রশাসনকে

রাজ্যপাল ধনকড় বৃহস্পতিবার সকালে একটি চিঠিতে রাজ্যকে জানান যে, মন্ত্রিসভা অনুমোদিত ভাষণের যে খসড়া তাঁকে দেওয়া হয়েছে, তাতে কিছু পরিবর্তন করা হোক। এতে কয়েকটি অনুচ্ছেদ যোগ করারা প্রস্তাবও দেন তিনি। এরপর , বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালকে তার জবাবি চিঠিতে রাজ্য জানিয়ে দেয় বাজেট বক্তৃতার যে খসড়া রাজ্যালকে পাঠানো হয়েছে, তাইই চূড়ান্ত। ভাষণে পরিবর্তন আনা যাবে না।'

বিশেষজ্ঞদের বক্তব্য কী?

বিশেষজ্ঞদের বক্তব্য কী?

বিশেষজ্ঞদের দাবি, রাজ্যের লিখে দেওয়া বক্তব্যই রাজ্যপালকে মানতে হবে। আর সেই বক্তব্যই পাঠ করতে হবে। জগদীপ ধনকড় সাংবিধানিক এই নিয়মের বাইরে যেতে পারবেন না। এখন দেখার আজ দুপুর ২ টো থেকে শুরু বাজেট অধিবেশনে এমন পরিস্থিতিতে রাজ্যপাল কী কোন পদক্ষেপ নেন।

সওয়ারির সিএএ বিরোধী কথোপকথন শুনে পুলিশ ডাকলেন উবার চালকসওয়ারির সিএএ বিরোধী কথোপকথন শুনে পুলিশ ডাকলেন উবার চালক

English summary
West Bengal budget 2020, state versus Governor clash again ahead of Budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X