For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসী পোশাকে বাংলার বিজেপি বিধায়করা! বললেন, ঐতিহাসিক মুহূর্ত

রাইসিনা হিলস দখলের লড়াই! কে হবেন দেশের রাষ্ট্রপতি? সংখ্যাতত্ত্বের হিসাবে এনডিএ রাষ্ট্র পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু'র জয় নিশ্চিত। তবে খেলা যে কোনও মুহূর্তে ঘুরতেই পারে। বাংলা সহ কয়েকটি রাজ্যে ক্রশ ভোটিং কিছুটা হলেও চিন্তায়

  • |
Google Oneindia Bengali News

রাইসিনা হিলস দখলের লড়াই! কে হবেন দেশের রাষ্ট্রপতি? সংখ্যাতত্ত্বের হিসাবে এনডিএ রাষ্ট্র পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু'র জয় নিশ্চিত। তবে খেলা যে কোনও মুহূর্তে ঘুরতেই পারে। বাংলা সহ কয়েকটি রাজ্যে ক্রশ ভোটিং কিছুটা হলেও চিন্তায় রেখেছে মোদী-শাহকে।

আর সেই আশঙ্কাতেই হোটেলবন্দি করে রাখা হল বাংলার বিজেপি বিধায়কদের। রবিবার থেকে নিউ টাউনের একটি হোটেলেই আটকে ছিলেন বিধায়করা। যদিও ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন তাঁরা।

এটি আনন্দদায়ক এবং ঐতিহাসিক মুহূর্ত

এটি আনন্দদায়ক এবং ঐতিহাসিক মুহূর্ত

একটি বাসে করে সমস্ত বিধায়কদের নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ তামাং জিম্ব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র একটা নিয়মরক্ষা। তিনি ইতিমধ্যেই জিতে গিয়েছেন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, বিধায়কের মতে তথ্য বলছে দ্রৌপদী মুর্মু'ই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন। এটি আনন্দদায়ক এবং ঐতিহাসিক মুহূর্ত বলেও দাবি বিজেপি নেতার। সর্বস্তরে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের এই বিধায়ক ।

আদিবাসী পোশাকে বিধায়করা

আদিবাসী পোশাকে বিধায়করা

বিধায়করা এদিন পোশাকে কার্যত সবাইকে চমকে দেন। মোট ৬৯ জন বিধায়ক শনিবার রাজারহাটের হোটেলে চলে আসেন। সকালে হোটেলের বাইরে আসতেই চমক। একেবারে আদিবাসী মানুষেরা যেমন পোশাক পড়েন সেভাবে বিধায়করা ধুতি-জামা এবং মাথায় পাগড়ি পড়েন। এছাড়াও বেশ কয়েকজন বিধায়ক পাঞ্জাবি পড়েন। সঙ্গে ছিল একটা ওড়ান। তাতে বেশ কিছু লেখা রয়েছে বলে বোঝা যাচ্ছে। বিধায়করা বলেন, এটা আদিবাসী সমাজের একটা গর্বের দিন।

গান বাঁধলেন অসীম সরকার

গান বাঁধলেন অসীম সরকার

একেবারে উৎসবের চেহারা। আর এই রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে গান বাঁধলেন বিধায়ক অসীম সরকার। গান ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। হরিনঘাটার বিধায়ক অসীম সরকার। বিভিন্ন সময়েই তিনি গান বেঁধে থাকেন। এমনকি একাধ্যিক ইস্যুকে সামনেই রেখে গান বাঁধেন বিজেপির এই বিধায়ক। গানই তাঁর প্রতিবাদের ভাষা। এবার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে গান বেঁধে ফেললেন বিজেপি বিধায়ক। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সেই গান।

হোটেলবন্দি রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

হোটেলবন্দি রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তবে বিজেপি বিধায়কদের হোটেলবন্দি রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি ক্রশ ভোটিংয়ের ভয় করছে। আর তাই বিধায়কদের আটকে রেখেছে। অন্যদিকে বিজেপির দাবি, একসঙ্গে ভোট দেওয়ার জন্যেই এই পদক্ষেপ। শুধু তাই নয়, হোটেলেই মক পোলের ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হয়েছেন মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

English summary
west bengal bjp MLAs reached assembly wearing traditional tribal dress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X