For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহণ্ণলা উন্নয়ন বোর্ড গঠনে প্রথম ভারতীয় রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ

Google Oneindia Bengali News

কলকাতা, ২১ মার্চ : খুব শীঘ্রই দেশের প্রথম রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ যেখানে বৃহণ্ণলাদের উন্নয়নে সম্পূর্ণ আলাদা একটি বোর্ড গঠন করা হবে। এই উন্নয়ের বোর্ডের আওতায় থাকবে ৩০,০০০ জন বৃহণ্ণলাদের সম্প্রদায়। আর এই বিশেষ বোর্ড গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

এই বোর্ড তৈরি হবে ১২ সদস্যদের নিয়ে। এই বোর্ডের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারপারসন। এছাড়াও বিভিন্ন বৃহণ্ণলা সম্প্রদায় থেকে কয়েকজন প্রতিনিধিকেও এই বোর্ডে রাখা হবে। এই বৃহণ্ণলা উন্নয়ন বোর্ডটি বৃহণ্ণলা সম্প্রদায়ের সমগ্র উন্নয়নে একজোট হয়ে কাজ করবে।

বৃহণ্ণলা উন্নয়ন বোর্ড গঠনে প্রথম ভারতীয় রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ

এই বিশেষ বোর্ডের ঘোষণার পর মন্ত্রী শশী পাঁজা বলেন, "বেশীরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই, ওঁরা (বৃহণ্ণলারা) শিক্ষা, চাকরির ক্ষেত্রে বঞ্চিত হন। রাস্তায় ওদের ভিক্ষা করতে হবে, সমগ্রভাবে বঞ্চনার শিকার হন ওঁরা।" এরপরই পাঁজা বলেন, "এটি ভারতে তৈরি প্রথম বোর্ড যা উন্নয়নের কাজ করবে কল্যাণের নয়।"

একইসঙ্গে মন্ত্রী জানান, "রাজ্যের পক্ষ থেকে ওদেরকে পরিচয়পত্র দেওয়া হবে। তাঁদের, স্বাস্থ্য-শিক্ষার পাশাপাশি সমগ্র উন্নয়নের জন্য কাজ করা হবে।"

উল্লেখ্য তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে বৃহণ্ণলাদের কল্যাণের জন্য বোর্ড থাকলেও তা শুধুমাত্র তাদের কল্যাণের জন্য উন্নয়নের জন্য নয়।

English summary
West Bengal becomes 1st Indian state to form a Transgender Development Board
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X