For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভায় কেন্দ্রের তরফে আমন্ত্রণ 'সাংসদ' দিব্যেন্দু অধিকারীকে! হলদিয়া কাড়ছে লাইমলাইট

  • |
Google Oneindia Bengali News

কথা ছিল ,অমিত শাহ ফিরে যাবেন তারপর রাজ্যে জেপি নাড্ডা আসবেন। তবে শেষ মুহূর্তে ভেস্তে গেল অমিত শাহের রাজ্য সফর। আর এরমধ্যেই এদিকে প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে নয়া খবর রাজ্যে। আর মোদীর সেই সফরের প্রসঙ্গে উঠতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম।

মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণের চিঠি দিব্যেন্দুকে

মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণের চিঠি দিব্যেন্দুকে

সরকারি কর্মসূচি নিয়ে রাজ্যে ৭ ফেব্রুয়ারি আসছেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় রয়েছে একাধিক প্রকল্পের সূচনার কর্মসূচি। কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়ে কেন্দ্রের তরফে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যেখানে মোদী উপস্থিত থাকবেন, সেখানে দিব্যেন্দুকে সাংসদ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র।

 দিব্যেন্দু কি যাচ্ছেন মোদীর সভায় ?

দিব্যেন্দু কি যাচ্ছেন মোদীর সভায় ?

এদিকে, দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি অনুষ্ঠান, ফলে তিনি যেতেই পারেন। প্রসঙ্গত, দিব্যেন্দুকে এই আমন্ত্রণের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওই চিঠিতে জানানো হয়েছে হলদিয়ায় ধোবি-দুর্গাপুর পাইপলাইনের উদ্বোধন করবেন মোদী। উল্লেখ্য,এই পাইপলাইন বানাতে খরচ হয়েছে ২,৪৩৩ কোটি টাকা। পাইপলাইনের দৈর্ঘ ৩৪৭ কিলোমিটার। তবে সরকারি প্রকল্পের দিকে এই পাইপলাইন উদ্বোধনের গুরুত্ব যতটা ঠিক ততটাই দিব্যেন্দু ও মোদীর একই সভায় উপস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে।

 পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ও শুভেন্দু

পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ও শুভেন্দু

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছেন যে শুধু নিজের বাড়ি শান্তিকুঞ্জেই নয়,তিনি কালীঘাটেও পদ্মফোটাতে পারেন। এরপরই দেখা যায়, শুভেন্দুর পরিবার থেকে ভই সৌমেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও শুভেন্দু অধিকারীর বাবা শিশির দলের একাংশ নিয়ে ক্ষোভ উজার করলেও, বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে কি না , সেই প্রশ্নে নিশ্চিত জবাব দেননি। তবে অধিকারী বাসভবনে গিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতর শিশির অধিকারীর সঙ্গে দেখা করারর ঘটনা তাৎপর্যপূর্ণ। এরপর মোদী, দিব্যেন্দু একই সভায় উপস্থিত থাকতে দেখা যাবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

 অভিষেকের সভার পরদিনই অধিকারীগড়ে মোদী

অভিষেকের সভার পরদিনই অধিকারীগড়ে মোদী

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি অধিকারীদের খাসতালুক কাঁথিতে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার পরদিনই হলদিয়ায় পা রাখছেন প্রধানমন্ত্রী। ৩ টি সরকারি প্রকল্পের সূচনা সেখানে যেমন ভোটের আগে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনই মোদী-দিব্যেন্দু সাক্ষাৎ নিয়েও চড়ছে জল্পনা।

English summary
West bengal assembly poll 2021, Narendra Modi's bengal tour, TMC MP Dibyendu Adhikari invitedfor 3 projects of Haldia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X