For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরোনো কায়দাতেই মানুষের মন জয় করতে ছক কষছে তৃণমূল, কাদের উপর ভরসা মমতার?

Google Oneindia Bengali News

২০২১ সালের অগ্নিপরীক্ষায় পাশ করতে কালীঘাটে দলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ তবে তিন তারকা সাংসদ দেব, মিমি এবং নুসরতের বৈঠকে আসার বিষয়ে কোনও জোরাজুরি করা হয়নি। অবশ্য দেব ছাড়া বাকি দুই জন বৈঠকে যোগ দিয়েছিলেন। এবং এদের উপরই বিশেষ দায়িত্ব ভার দিলেন তৃণমূল সুপ্রিমো।

ফের গ্ল্যামারকে সামনে রেখেই ভোটের বৈতরণী পারের পরিকল্পনা

ফের গ্ল্যামারকে সামনে রেখেই ভোটের বৈতরণী পারের পরিকল্পনা

বিশেষজ্ঞদের মত, ফের গ্ল্যামারকে সামনে রেখেই ভোটের বৈতরণী পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের চার তারকা সাংসদ দেব, শতাব্দী, মিমি এবং নুসরতকে প্রচারে বেশি করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্দেশ জানিয়েছেন, দলের প্রত্যেক শীর্ষনেতাকে কমপক্ষে প্রতি মাসে দলের জন্য ১০ দিন করে সময় দিতেই হবে।

মানুষকে তৃণমূলমুখী করতে ভরসা তারকাদের উপর

মানুষকে তৃণমূলমুখী করতে ভরসা তারকাদের উপর

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূলের 'সিপিএম-বধ'-এর সময় থেকেই তৃণমূল কংগ্রেস, দেব, সোহম, মুনমুন সেনদের উপর ভর করে মাঠ ভরানো এবং ব্যালট ভরানোর ছক কষেছিলেন মমতা। সেই পুরোনো কায়দাতেই এবারেও ভোট বৈতরণী পার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালেও বিজেপির মোহ কাটিয়ে মানুষকে তৃণমূলমুখী করতে টিকিট দেওয়া হয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেতা নুসরত, মিমিদের।

দলের অভিনেতা, অভিনেত্রীদের প্রচারে নামতে বিশেষ নির্দেশ

দলের অভিনেতা, অভিনেত্রীদের প্রচারে নামতে বিশেষ নির্দেশ

এই পরিস্থিতিতেই নিজের দলের অভিনেতা, অভিনেত্রীদের প্রচারে নামতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। এই মুহুর্তে টলিউডের তিন অভিনেতা অভিনেত্রী দেব, নুসরত, মিমি দলের সাংসদ। এছাড়াও সোহম চক্রবর্তীর মতো অভিনেতা দলের পদাধিকারী। এছাড়াও টলিউডের অনেক কলাকুশলী তৃণমূলের সঙ্গে যুক্ত। এঁদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামার নির্দেশ দিয়েছেন।

কর্মসূচি পালন করতে গিয়ে কোনও দলের সঙ্গে সংঘাত নয়

কর্মসূচি পালন করতে গিয়ে কোনও দলের সঙ্গে সংঘাত নয়

তবে কর্মসূচি পালন করতে গিয়ে কোনও দলের সঙ্গে সংঘাত নয়, জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মসূচি পালন করতে গিয়ে কোনও রকমের প্ররোচনা তৈরি করা যাবে না, তাতে পাও দেওয়া যাবে না। পাশাপাশি সাম্প্রতিক দলবদলকে আমল দিতে রাজি হননি তিনি। তিনি বলেছেন, যদিও কারও যাওয়ার ইচ্ছা থাকে তো চলে যান। তাতে দলের কিছু হবে না।

English summary
West Bengal Assembly Elections 2021: How TMC Plans To Use Their Glamourous Leaders to Battle BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X