assembly election west bengal assembly election 2021 west bengal date election commission বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন
সর্বকালীন রেকর্ড গড়ে আট দফায় ভোট বাংলায়, কোনও কোনও জেলায় তিন দফাও
২৩৪ আসনের তামিলনাড়ুতে যখন এক দফায় ভোট, সেখানে বাংলার ২৯৪টি আসনে ভোট হচ্ছে ৮ দফায়। সর্বকালীন রেকর্ড গড়ে এবার বাংলার নির্বাচনে দফা রফা হয়ে গেল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সাত দফয়া বাংলার ভোট হয়েছিল, এবার বাংলার ভোট হবে আট দফায়। নির্বাচন কমিশনের ঘোষণার পরই শুরু হয়ে গেল তরজা।

বাংলায় ভোট হচ্ছে আট দফায়
২০১১ সালে পরিবর্তনের লড়াই হয়েছিল ছ-দফায়। তারপর ২০১৬ সাত দফায় ভোট হয়েছে। আর এবার অর্থাৎ ২০২১-এর বিধানসভায় আট দফায় ভোট হতে চলেছে। বাংলায় নির্বাচনে এটা সর্বকালীন রেকর্ড। স্বভাবতই প্রশ্ন উঠেছে, কেন এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অসমে তামিলনাড়ু ও কেরলে এক দফায় ভোট হলেও বাংলায় ভোট হচ্ছে আট দফায়।

আটটি দফায় কবে শুরু কবে শেষ
এদিন বাংলায় নির্বাচনী ঘণ্টা বাজিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন, বাংলায় ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। তা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তারপর ২ মে ভোট গণনা হবে। একটা দফায় সবথেকে বেশি ৪৫ আসনে ভোট হবে। আর সবথেকে কম ভোট হবে ৩০ আসনে। এভাবেই আটটি দফায় ২৯৪ আসনের ভোট গ্রহণ করা হবে।

বাংলায় কোন দফায় ভোট কবে
সুনীল অরোরা ঘোষণা করেন, প্রথম দফায় ২৭ মার্চ ভোট হবে ৩০ আসনে, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০ আসনে, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ আসনে, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪ আসনে, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫ আসনে, ষষ্ঠ দফায় ২ এপ্রিল ৪৩ আসনে, সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬ আসনে এবং অষ্টম দফায় ২৯ এপ্রিল ৩৫ আসনে ভোট গ্রহণ করা হবে।

কোন জেলায় কত দফায় ভোট
একটি জেলায় একাধিক দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভাগ করা হয়েছে তিনটি দফায়। এমনকী কলকাতাকেও ভাগ করা হয়েছে দুটি দফায়। এছাড়া উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান, মালদহ ও মুর্শিদাবাদেও দুটি দফায় ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।