For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি কলকাতায়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ মার্চ : পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া এখনও বাকী রয়েছে। তার আগেই কেন্দ্রীয় বাহিনীর সেনা দখল নিতে শুরু করেছে রাজ্যে। সোমবারই দুই কোম্পানি সেনা কলকাতা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পৌঁছে গিয়েছে।

কলকাতার রাস্তায় এমনকী টহল দিতেও দেখা গিয়েছে সেনাবাহিনীকে। শহরের নানা জায়গা এদের ঘুরে দেখার কথা। কলকাতার মোট ১৭টি বিধানসভা কেন্দ্রের হাল হকিকত খতিয়ে দেখে এরা রিপোর্ট দেবেন নির্বাচন কমিশনকে।

বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

আগামী সপ্তাহেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তার আগেই আরও দুশো কোম্পানি আধাসেনা সারা রাজ্যের দখল নেবে বলে জানা গিয়েছে।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি তাদের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, ১ মার্চের মধ্য়ে রাজ্যে একশো কোম্পানি সিআরপিএফ ঢুকবে। বাকী একশো কোম্পানি আগামী ৭ মার্চের মধ্যে রাজ্যের দখল নেবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্পর্শকাতর এলাকাগুলিকে নিয়ন্ত্রণে আনতে ও গোলমাল ঠেকাতে ভোটের আগেই আধাসেনা আনার ব্যবস্থা করা হয়েছে।

গত কয়েকটি নির্বাচনে প্রবল সন্ত্রাস, রিগিং ও বিরোধীদের আক্রমণের দায়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। এই প্রেক্ষিতে বারবার বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এবারের ভোট যাতে সন্ত্রাসমুক্ত রাখা যায় সেব্যাপারে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।

English summary
Bengal polls 2016: Central forces arrive in state even before dates are announced
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X