For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থী ঘিরে অসন্তোষ অব্যাহত বিজেপির অন্দরে, নির্দল হয়ে লড়ার জল্পনা অনেকের

  • |
Google Oneindia Bengali News

প্রার্থী তালিকা ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষ ক্ষোভ অব্যাহত। রবিবার সকাল হতেই দেখা যায় রাজ্যের জায়গায় জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতারা। বহু জায়গাতেই প্রার্থীদের বদলের জন্য দাবি জোরালো হতে থাকে বিজেপির অন্দরে। বহু জনের নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর জল্পনাও চরমে ওঠে।

উত্তরবঙ্গে কী ঘটছে?

উত্তরবঙ্গে কী ঘটছে?

উত্তরবঙ্গে সদ্য বাম থেকে বিজেপিতে এসেছেন শঙ্কর ঘোষ। তাঁকে বিজেপির প্রার্থীপদ দিতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির আদি নেতারা। মূলত দক্ষিণবঙ্গে প্রার্থীপদ নিয়ে যে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে, সেই একই বিক্ষোভের ছবি উত্তরবঙ্গেও দেখা গেল শঙ্কর ঘোষের প্রার্থীপদ নিয়ে। এবিষয়ে বিজেপির তরফে দলের প্রাক্তন সভাপতি নৃপেন দাস উগড়ে দিয়েছেন ক্ষোভ। এদিকে, শঙ্করের প্রার্থীপদ নিয়ে ক্ষুব্ধ আরও এক আদি বিজেপি নেতা নিজে নির্দল হিসাবে ভোটে লড়বেন বলে জানিয়েছেন।

 বিজেপির একাংশের ক্ষোভ সিপিএমত্যাগী নেতার বিরুদ্ধে

বিজেপির একাংশের ক্ষোভ সিপিএমত্যাগী নেতার বিরুদ্ধে

উত্তরবঙ্গে সিপিএমত্যাগী নেতা শঙ্কর ঘোষের বিরুদ্ধে বহু বিজেপি নেতা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। শঙ্করের প্রার্থী হওয়ার কারণে বহু আদি বিজেপি নেতা নির্দল হয়ে লড়তে চাইছেন। বহু আদি বিজেপি নেতার দাবি, অর্থের লোভে শঙ্কর দলে এসেছেন। যার হাতে এখনও চে গুয়েভারের ট্যাটু রয়েছে। বহু বিজেপি নেতার প্রশ্ন, যে শঙ্কর এতদিন বিজেপিকে আক্রমণ করতেন তিনি দলে এসেই প্রার্থী হলেন? এদিকে,ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপির তরফে শিখা চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির আরও এক আদি নেতা। তিনিও নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে চাইছেন।

তপ্ত মুরারই

তপ্ত মুরারই

বীরভূমের মুরারই এখনও পর্যন্ত তপ্ত। সেখানে বিজেপির প্রার্থী নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। দলীয় কার্যালয়ে এদিন প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলে বিক্ষোভ দেখান দলের নেতারা।

 খণ্ডঘোষে উত্তেজনা চরমে

খণ্ডঘোষে উত্তেজনা চরমে

বর্ধমানের খণ্ডঘোষেও এদিন প্রবলভাবে প্রার্থী পদ নিয়ে ক্ষোভ বিক্ষোভ বেড়ে গিয়েছে। সেখানে তোড়কোনা, শঙ্করপুর, গোপীনাথপুর, বাদুলিয়া, কুকুড়া এলাকায় রবিবার সকাল থেকেই বিজেপির প্রার্থীপদ বদল নিয়ে জোরদার ক্ষোভ বিক্ষোভ বাড়তে থাকে।

English summary
West Bengal Assembly Election 2021,some BJP workers unhappy with candidate name may contest vote as independent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X