For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোজ, বিদেশের সঙ্গে জয় দিন্দার, বিধানসভায় এই প্রথম থাকবেন তিন খেলোয়াড়

বিধানসভা নির্বাচনে খেলোয়াড়দের খেলায় তৃণমূল এগিয়ে ২-১ ব্যবধানে

Google Oneindia Bengali News

খেলা হবে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই স্লোগান উঠে এসেছিল বিজেপির প্রচারেও। খেলা হলো, খেলা শেষও হলো। আজ ২ মে ছিল চূড়ান্ত ফলাফলের পালা। দেখা গেল, নির্বাচনের খেলাতেও বিজেপিকে ২-১ গোল দিল তৃণমূল কংগ্রেস। এই প্রথম খেলার মাঠের তিনজনকে দেখা যাবে বিধানসভায়। মনোজ তিওয়ারি ও বিদেশ বসু শাসক দলের হয়ে। অশোক দিন্দা বিরোধী বিধায়ক হিসেবে নয়া ইনিংস শুরু করবেন।

কারা গেলেন, কারা এলেন

কারা গেলেন, কারা এলেন

২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন লক্ষ্মীরতন শুক্লা ও দীপেন্দু বিশ্বাস। লক্ষী এবারের বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলকে জানিয়ে দেন, বিধায়ক হিসেবে মেয়াদ পূর্ণ করলেও সক্রিয় রাজনীতি আর করবেন না। বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে দল প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে গিয়েও টিকিট মেলেনি। ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক সৌমিক দে তৃণমূলে যোগ দিলেও তিনি উত্তরপাড়ায় প্রার্থী হতে পারেননি। বরং প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে দাঁড় করানো হয় উলুবেড়িয়া পূর্বে। সৌমিকের সঙ্গে এক মঞ্চে তৃণমূলে যোগ দেওয়া মনোজ তিওয়ারিকে দাঁড় করানো হয় হাওড়ার শিবপুরে।

মনোজের জয়

মনোজের জয়

হাওড়ার শিবপুর আসনে ৩২,৩৩৯ ভোটে জয়লাভ করে বিধানসভায় যাওয়ার টিকিট পেয়ে গেলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তৃণমূল কংগ্রেস এই আসনটি দখলে রাখল বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী বিজেপিতে যোগদানের পরেও। মনোজ টুইটে লেখেন, এই জয় শিবপুরের প্রতিটি মানুষকে উৎসর্গ করছি। আমাকে যাঁরা সমর্থন করেছেন এবং করেননি এই জয় তাঁদেরই। কিন্তু এখন এই জয় সেলিব্রেট করার সময় নয়। করোনার বিরুদ্ধে বাংলার জয়ের পরই এই জয়ের আনন্দে আমরা মাতোয়ারা হবো। সকলে নিরাপদে সুরক্ষিত থাকুন। জয় বাংলা।

বিদেশের গোল

বিদেশের গোল

উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর কাছে ছিল সেফ সিট। এখানে তৃণমূলের ভিত শক্তিশালীই ছিল। বিদেশ বসুকে রিফিউজি হ্যান্ডিক্র্যাফটসের দায়িত্ব আগেই তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংস্থা থেকেই তৈরি হয় জয়ী বল-সহ নানা ক্রীড়া সরঞ্জাম। বাম আমলে দেনার দায়ে ডুবে থাকা এই সংস্থাকে বিদেশ বসু, মানস ভট্টাচার্য-সহ প্রাক্তন ফুটবলাররা মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো দিশায় লাভের মুখ দেখান। আজকে জয়ের পর গ্রামে-গঞ্জে আরও ফুটবল দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বে আইএসএফ যতটা মুসলিম ভোটে থাবা বসাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন বাস্তবে তা হয়নি। ১৭ হাজারের বেশি ভোটে জিতে ময়দানের দাপুটে এই ফুটবলার এবার তাই বিধায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।

ডেথ ওভারে দিন্দার জয়

ডেথ ওভারে দিন্দার জয়

তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক সংগ্রাম দোলইকে বোল্ড করার লক্ষ্য নিয়ে ময়নায় লড়তে নেমেছিলেন বিজেপির ক্রিকেটার-প্রার্থী অশোক দিন্দা। ক্রিকেট থেকে অবসরের পর শুভেন্দু অধিকারীকে দেখেই রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন এই পেসার। ডেথ ওভারে বাজিমাত করলেন দিন্দা। ভোটের আগে ও ভোটের সময়ও ময়নায় তৃণমূলের বিরুদ্ধে হিংসা চালানোর অভিযোগ করেছিলেন দিন্দা। একদা শুভেন্দু-ঘনিষ্ঠ সংগ্রাম দোলই ২০১৬ সালের বিধানসভা ভোটে জিতেছিলেন ১২ হাজারের বেশি ভোটে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁকে দিন্দা পরাস্ত করলেন ১০২৭ ভোটে। তবে লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনে লড়েও জিততে পারেননি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

English summary
West Bengal Assembly Election Result 2021 Manoj Tiwary And Bidesh Bose Won Ashoke Dinda Defeated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X