For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিব্যেন্দু কি বিজেপিতে যোগ দিচ্ছেন! মোদীর সভার আগে দিলীপ ঘোষ কী জানিয়ে রাখলেন

দিব্যেন্দু কি বিজেপিতে যোগ দিচ্ছেন! মোদীর সভার আগে দিলীপ ঘোষ কী জানিয়ে রাখলেন

  • |
Google Oneindia Bengali News

রাজ্য রাজনীতি তোলপাড় করে বাংলায় এই মুহূর্তে কৌতূহলের কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী। মোদীর সরকারি সভায় তিনি আমন্ত্রিত হয়ে যাচ্ছেন একথা তিনি আগেই জানান। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন? এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।

আমন্ত্রিত তিন অধিকারী!

আমন্ত্রিত তিন অধিকারী!

জানা গিয়েছে, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী ছাড়াও রবিবার মোদীর সরকারি সভায় পাইপলাইন উদ্বোধনের কর্মসূচিতে আমন্ত্রিত দীপক অধিকারি (দেব)। তবে শিশির অধিকারী জানিয়েছেন, তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় যোগ দিতে পারবেন না। অন্যদিকে, তৃণমূল সাংসদ দেবও প্রধানমন্ত্রীর সরকারি সভায় যাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে দিব্যেন্দু অধিকারী যে এই সভায় যাচ্ছেন, তা আগেই জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী।

 দিব্যেন্দুর বিজেপি যোগদান নিয়ে প্রশ্ন ও দিলীপের জবাব

দিব্যেন্দুর বিজেপি যোগদান নিয়ে প্রশ্ন ও দিলীপের জবাব

এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন কি না! তার জবাবে দিলীপ ঘোষ বলেন, 'শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছেন বলে আমার জানা নেই।'

প্রসঙ্গ অধিকারীদের নিয়ে জল্পনা ও দিলীপ

প্রসঙ্গ অধিকারীদের নিয়ে জল্পনা ও দিলীপ

এদিন দিলীপ ঘোষ সাফ বলেন, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের 'প্রশ্নও নেই'। এরপরই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, ' আমরাও ৬ বছর ধরে শুনছিলাম শুভেন্দু অধিকারী আসবেন বলে! তারপরেও আসেননি! '

'শুভেন্দু না হয় গিয়েছেন, বাকিরা কেন যাচ্ছেন?'

'শুভেন্দু না হয় গিয়েছেন, বাকিরা কেন যাচ্ছেন?'

দিলীপ ঘোষ এদিন সুর তুলে বলেন,'কোনও যোগ্য ব্যক্তি , ভদ্র লোক থাকতে পারবেন না! শুভেন্দু অধিকারী না হয় চলে গিয়েছেন। কিন্তু বাকিরা কেন যাচ্ছেন! ওই পার্টিতে গণতন্ত্র নেই। কার্যকর্তাদের কোনও অধিকার নেই। মান সম্মান নেই। তাই তাঁরা বিকল্প খুঁজছেন। উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় আসছেন। '

চাপে পাকিস্তান! সন্ত্রাসে মদতের অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল্লির আদালতের চাপে পাকিস্তান! সন্ত্রাসে মদতের অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল্লির আদালতের

English summary
West Bengal Assembly Election,Dilip Ghosh talks about speculation on Dibyendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X