For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে ভোট কবে! কমিশনের চিঠি, মুখ্যমন্ত্রী মমতার বার্তায় কোন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে

পশ্চিমবঙ্গে ভোট কবে! কমিশনের চিঠি, মুখ্যমন্ত্রী মমতার বার্তায় কোন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যরাজনীতি এই মুহূর্তে তোপ পাল্টা তোপ, দলবদল, দলত্যাগ, দলে যোগদান, রোড শোর মতো একাধিক ইস্যুতে মত্ত। এদিকে, ভোট আসতে হাতে যে আর সময় বেশি নেই তা ইতিমধ্যেই বুঝতে পারছে রাজনৈতিক দলগুলি। ভোটের প্রহরের দিকে ক্রমেই ঘুরছে ঘড়ির কাঁটা। এমন এক জায়গা থেকে রাজ্য নির্বাচন কমিশনের এক চিঠি ও মুখ্যমন্ত্রী মমতার বার্তায় একাধিক আভাস মিলছে।

 কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ?

কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ?

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষিত হবে। ফলে আর হাতে মাত্র এক সপ্তাহ। আর তারপরই জানা যাবে যে
বাংলায় ভোট কবে হবে।

কমিশনের তরফে কোন ইঙ্গিত?

কমিশনের তরফে কোন ইঙ্গিত?

এদিকে, বিধানসভা নির্বাচন নিয়ে আজ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিয়েছে কমিশন। আর সেই চিঠি থেকেই একাধিক ইঙ্গিত উঠে আসছে। সেখানে রাজ্যে ভোটের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে কোন বার্তা?

কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে কোন বার্তা?

এদিন নির্বাচন কমিশনের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে, ভোটের জন্য ক্যাম্পাসগুলিকে অধিগ্রহণ করা হবে। ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যেন প্রস্তুত থাকে।

পোস্টার থেকে দেওয়াল লিখনে পারদ চড়ার অপেক্ষা!

পোস্টার থেকে দেওয়াল লিখনে পারদ চড়ার অপেক্ষা!

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নন্দীগ্রামে চলছে দেওয়াল লিখন। অন্যদিকে, বিজেপি আপাতত দলবদল নিয়ে ধীরে ধীরে দলে যোগদানের দরজা বন্ধ করতে চলেছে বলে বার্তা কৈলাস বিজয়বর্গীয়র। এমন এক পরিস্থিতিতে বাম কংগ্রেসের আসন রফাও প্রায় নিশ্চিত। এছাড়াও আব্বাস সিদ্দিকি ও আসাদউদ্দিন ওয়েইসিরাও প্রার্থী তালিকা নিয়ে স্ট্র্যাটেজিতে ব্যস্ত। এবার শুধু অপেক্ষা ভোট নির্ঘণ্ট ঘোষণার। তারপর থেকেই দেওয়াল লিখন, পোস্টার, প্রচার পারদকে তুলবে।

মুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে 'ঘর’ ভাঙছে বিজেপিরওমুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে 'ঘর’ ভাঙছে বিজেপিরও

English summary
West Bengal Assembly Election, commission's letter to school and colleges creats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X