For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ দফার ভোটে জেলা ভাগে গভীর অঙ্ক, কোন দিকে জল গড়াচ্ছে একুশের ভোটে

৮ দফার ভোটে জেলা ভাগে গভীর অঙ্ক, কোন দিকে জল গড়াচ্ছে একুশের ভোটে

Google Oneindia Bengali News

অবশেষে ভোটের দিন ঘোষণা হল। ২৯৪ আসনের বিধানসভারজন্য ৮ দফায় ভোট। একাধিক জেলায় একাধিক দফায় হবে ভোট গ্রহণ। এক একটি জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে।তারথেকেও বড় সমীকরণ দেখা গিয়েছে অন্য ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস যে জেলাগুলিতে শক্তিশালী সেখানে একাধিক দফায় ভোট ঘোষণা করা হয়েছে। আর বিজেপির ভোট যেখানে বেশি সেখানে কম দফা রাখা হয়েছে। তবে এক্ষেত্রে ব্যাতিক্রমি বীরভূম। অনুব্রতর গড়ে এক দফাতেই ভোট মিটিয়ে নিতে আগ্রহী কমিশন। তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতে ৩ দফায় ভোট গ্রহণ করা হবে।

৮ দফার ভোটে জেলা ভাগে গভীর অঙ্ক

সুপরিকল্পিত ছক কষেই ভোটের দফা ঘোষণা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। গভীর অঙ্ক রয়েছে এই দফা ঘোষণার মধ্যে। উত্তরবঙ্গের সব জেলায় এক দফাতেই ভোট। প্রথম দফায় একদিনেই পুরুলিয়া জেলার সব আসনে ভোট হবে। প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়ায় বিজেপি ভাল ফল করেছে লোকসভা ভোটে। ঝাড়গ্রামেও এক দফাতে ভোট। সেখানেও বিজেপির ভাল ফল করেছে। বাঁকুড়ায় বিজেপি পুরোটা কাবু করতে পারেনি তাই ২ দফা রাখা হয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরেও তাই। পূর্ব মেদিনীপুরে ৭টি আসনে ভোট হবে প্রথম দফায়। দুই মেদিনীপুরেই এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই এক দফায় ভোটের ঝুঁকি রাখা হয়নি। একেবারে সুনিপুন অঙ্ক কষা হয়েছে।

দ্বিতীয় দফায বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাকে রাখা হয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৪টি আসনে প্রথম দফায় ভোট হবে। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে এখনও তেমন ফাটল ধরাতে পারেনি বিজেপি। তাই সুপরিকল্পিত ভাবেই তিন দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। তৃতীয় দফায় আবার দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনে হবে ভোট গ্রহণ। তারসঙ্গে রাখা হয়েছে হাওড়া,হুগলিকে। হাওড়া নিয়ে তেমন চাপ নেই বিজেপির।রাজীবকে হাতে পেয়ে গিয়েছে। হুগলিতেও ফিফটি ফিফটি।

উত্তরবঙ্গে একেবারে চোখ বন্ধ করে এক দফায় ভোট করা হয়েছে। কারণ উত্তরবঙ্গ নিয়ে খুব একটা ভাবতে রাজি নয় বিজেপি। লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গে শক্তিশালী অবস্থানে রয়েছে বিজেপি। তবে পাহাড় এবার কঠিন হতে পারে। বিমল গুরুং ফিরে আসায় মোর্চা পুরো দমে লড়াই চালাবে বিজেপির পক্ষে। ইতিমধ্যেই তার সূচণা করে ফেলেছে তারা দিলীপ ঘোষের পরিবর্তন যাত্রায় কালো পতাকা দেখানো হয়েছে। এই প্রথম পাহাড়ে বড়ড ধাক্কা খেল বিজেপি।

English summary
West Bengal assembly election ২০২১: 8 phase vote declear for Bengay new political mathametics going on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X