For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফার ভোটে আইএসএফ,তৃণমূল, বিজেপিকে কেন্দ্র করে একাধিক ঘটনায় চাঞ্চল্য বাংলার বিভিন্ন প্রান্তে

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় দফার ভোটেও সকাল থেকেই বাংলার ৩১ আসনের মধ্যে বহু জায়গায় অশান্তির খবর আসছে। উলুবেড়িয়ায় ইভিএম তৃণমূল নেতার বাড়িতে পাওয়া যাওয়ার ঘটনা থেকে বাগনানেতৃণমূল বিজেপির মধ্যে সংঘাত ঘিরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে।

মগরাহাট পশ্চিম

মগরাহাট পশ্চিম

মগরাহাট পশ্চিমের নেত্রা হাইস্কুলের বুথে এজিন সকাল থেকেই উত্তেজনা। সেখানে আইএসএফ কর্মীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আব্বাস সিদ্দিকির দলের এজেন্টকে বুথে বসতেই দিচ্ছে না তৃণমূল। সেখানে তৃণমূল আইএসএফ কর্মীদের মধ্যে হাতাহাতি দেখা যায়। এছাড়াও ডায়মন্ডহারবারের ৫৪ নম্বর বুথে, আরামবাগের ৩২, ১৭৪ নম্বর বুথ ঘিরে রয়েছে অভিযোগ। উলুবেড়িয়া উত্তরের ৪৪ নম্বর বুথে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে।

গোঘাটে খুন!

গোঘাটে খুন!

এদিকে, তৃতীয় দফার ভোটের ঠিক আগে , এক বিজেপি স্ত্রীর হত্যা নিয়ে রীতিমতো তোলপাড় গোঘাট। সেখানে ছেলেকে বাঁচাতে গিয়ে মা মাধবী আদক খুন হন বলে শোনা যাচ্ছে। ঘটনায় বিজেপির তরফে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। গোঘাটের বদনগঞ্জ এলাকার এই ঘটনায় চরম আতঙ্ক দানা বাঁধে। ঘটনাস্থলে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক।

ক্যানিংয়ে উত্তেজনা

ক্যানিংয়ে উত্তেজনা

ক্যানিং পূর্বের শকুন্তলা এলাকায় এদিন সকালে উত্তেজনা ছড়ায় ভোটকে কেন্দ্র করে। বাগনানে তৃণমূলে বুথ সভাপতির ওপর হামলা। তিনি উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। সাতগাছিয়ার ১০৪ নম্বর বুথে সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ক্যানিং পূর্বের ৯৭ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে। একই অভিযোগ রায়দিঘির ২৪ নম্বর বুথে। ডায়মন্ডহারবারের ১০৯ নম্বর বুথেও সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

 বাগনানে কী ঘটেছে?

বাগনানে কী ঘটেছে?

তৃণমূল সূত্রের দাবি , হাওড়ার বাগনানে বুথ নম্বর ১৫ তে বিজেপি কর্মীরা অশান্তি তৈরির চেষ্টা করছে। এছাড়াও বাগনানে ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর বিজেপির।এমনই অভিযোগ তৃণমূলের তরফে এসেছে। বিজেপির দাবি বিধি ভঙ্গ করে এই ক্যাম্প অফিস তৈরি হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

English summary
West Bengal Assembly Election 3rd phase voting update, few incidents recorded in various places
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X