For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদমুক্ত জাকির হোসেন, মন্ত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা, নিমতিতায় যাচ্ছে এনআইএ

বিপদমুক্ত জাকির হোসেন, মন্ত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা, নিমতিতায় যাচ্ছে এনআইএ

Google Oneindia Bengali News

অবশেষে নিরাপত্তা বাড়ানো হল মন্ত্রী জাকির হোসেনের। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে মারাত্মক ভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি তিনি। জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে মন্ত্রীকে। গতকাল তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। আপাতত স্থিতিশীল মন্ত্রী জানিয়েছেন চিকিৎসকরা।

স্থিতিশীল মন্ত্রী

স্থিতিশীল মন্ত্রী

সফল অস্ত্রোপচার। এখন অনেকটাই বিপদমুক্ত মন্ত্রী জাকির হোসেন। চিকিৎসকরা জানিয়েছেন শ্রমদফতরের প্রতিমন্ত্রী জারিক হোসেন এখন অনেকটাই স্থিতিশীল। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। তবে তাঁর দুই দেহরক্ষী ও ভাগ্নের বিপদ এখনও কাটেনি। তাঁদেরও চিকিৎসা চলছে হাসপাতালে। বৃহস্পতিবার রাতে মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

জেড ক্যাটাগোরির নিরাপত্তা

জেড ক্যাটাগোরির নিরাপত্তা

নিমতিতা স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণে আহত হন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। আশঙ্কাজনক তাঁর দুই দেহরক্ষী এবং ভাগ্নে। মোট পাঁচ জন আহত হন বিস্ফোরণে। মন্ত্রীর উপর হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈিতক মহলে। রাজ্যে মন্ত্রীর সুরক্ষা নেই বলে প্রশ্ন উঠতে শুরু করেছে।এই নিরাপত্তার দায় কার এই নিয়ে রাজ্যের সঙ্গে রেলে বিতণ্ডা চলছে। অবশেষে তৎপর হলেন মমতা। মন্ত্রীকে বিশেষ জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েেছ।

তদন্তে এনআইএ

তদন্তে এনআইএ

সূত্রের খবর আজ নিমতিতা স্টেশনে ঘটনাস্থল ঘুরে দেখতে যাবেন কেন্দ্রীয় ফরেন্সিক দল। বিজেপি এনআইএ ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। গতকাল অমিত শাহও বলেছেন রাজ্যসরকার চাইলে তদন্তের ভার এনআইএ-কে দেওয়া হতে পারে। সূত্রের খবর বিস্ফোরণ স্থল ঘুরে দেখবেন এনআইএ-র তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। গঠন করা হয়েছে সিট।

বিজেপির চক্রান্তের অভিযোগ

বিজেপির চক্রান্তের অভিযোগ

জাকির হোসেনকে খতম করার জন্যই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বৃহস্পতিবার পৈলানের কর্মিসভা থেকে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন িতনি।রাজ্যের মন্ত্রীদের নিশানা করা হচ্ছে অভিযোগ করে সকলকে সচেতন থাকার বার্তা দিয়েছেন মমতা।

লাদাখ নিয়ে মাথা নোয়াতে বাধ্য হল চিন! গালওয়ান যুদ্ধে নিহত লালফৌজ জওয়ানদের নাম প্রকাশ বেজিংয়েরলাদাখ নিয়ে মাথা নোয়াতে বাধ্য হল চিন! গালওয়ান যুদ্ধে নিহত লালফৌজ জওয়ানদের নাম প্রকাশ বেজিংয়ের


English summary
West Bengal assembly election 2021: Z catagory security for injured minister Jakir hosain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X