For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে আহত মমতা , দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম প্রশাসনকে নিয়ে বৈঠক বিবেক দুবে-অজয় নায়েকের

নন্দীগ্রামে আহত মমতা , দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রশাসনকে নিয়ে বৈঠক বিবেক দুবে-অজয় নায়েকের

Google Oneindia Bengali News

প্রথম দফার ভোট শুরু হওয়ার আগেই উত্তেজনায় ফুটছে রাজ্য রাজনীতি। নন্দীগ্রামে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনায় আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়ক। প্রথম দফার ভোটের আগে জেলা পুলিশে তৎপরতা নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রামে আক্রান্ত মমতা

নন্দীগ্রামে আক্রান্ত মমতা

নন্দীগ্রামে জনসংযোগ চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁর বাম পায়ের হাড়ে চির ধরেছে। সুস্থ হয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন িচকিৎসকরা। ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর চিকিৎসায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শনিবার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রচারের কর্মসূচি বাতিল করা হয়েছে।

চক্রান্তের অভিযোগ তৃণমূলের

চক্রান্তের অভিযোগ তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার নেপথ্যে চক্রান্তের অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তারা। আজও নির্বাচন কমিশনে গিয়ে মুখ্যমন্ত্রীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করবেন শাসক দলেন সাংসদরা। শান্তনু সেন থাকবেন সেই প্রতিনিধি দলে। যদিও গতকালই নির্বাচন কমিশন পাল্টা কড়া চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় প্রশাসনের দায় নির্বাচন কমিশনের নয় বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বিবেক দুবে

জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বিবেক দুবে

প্রথম দফার ভোটের আগে এই ঘটনায় তৎপর হয়ে উঠেছেন রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। আজই তাঁরা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। তিন জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনায় কোনও নিরাপত্তার গলদ ছিল কিনা তা খতিয়ে দেখবেন তাঁরা। একই সঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়েও আলোচনা করা হবে।

 ডিজি বদলের জের

ডিজি বদলের জের

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হওয়ার আগের দিনই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে ভোেটর কোনও কাজে রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিজি সরানের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ছিল না অভিযোগ করে কমিশনকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছে ডিজির অপসারণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার কোনও যোগ নেই।

English summary
West Bengal Assembly Election 2021: Vivek Dube and Ajay Nayak will meet Midnapore and Jhargram administration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X