For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ খাস কলকাতার বুকে, ভাঙচুর-কোন্দল থেকে গোষ্ঠী সংঘাতে অস্বস্তিতে গেরুয়া শিবির

  • |
Google Oneindia Bengali News

দলের কর্মীদের কোন্দল, বিক্ষোভের খবর পেয়ে অমিত শাহ হাইভোল্টেজ বৈঠক করেছিলেন দলের নেতাদের সঙ্গে। বৈঠকে তিনি জানতে চান, কেন এমন ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। তবে তারপরও যে বিজেপিতে কোন্দল অব্যাহত তার নমুনা বৃহস্পতিবার দেখা গেল। প্রার্থী তালিকার প্রথেমর দিকে কিছু অংশ সামনে আসতেই তা নিয়ে ব্যাপক কোন্দল শুরু হয়ে যায় বহু জেলায়। গত রবিবারের পর থেকে এই কোন্দল ক্রমেই দলকে অস্বস্তিতে রাখে। এদিকে, বিজেপির বাকি আসনে প্রার্থী তালিকা বৃহস্পতিবার দিল্লি থেকে ঘোষণার পরই যেমন দেখা গিয়েছে সেখানে ২ প্রার্থী প্রার্থীপদেই নারাজ, তেমনই জেলা থেকে কলকাতায় এই প্রার্থীপদ নিয়ে বিক্ষোভ চড়েছে।

বাগুইআটিতে সংঘাত

বাগুইআটিতে সংঘাত

প্রসঙ্গত, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে শমীক ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, দমদমে বিমল শঙ্কর নন্দ প্রার্থী। আর এই প্রার্থীপদের নাম ঘোষণার পর থেকেই বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই বিজেপির মধ্যে একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অশান্তি ছড়ায় দম থেকে বাগুইআটিতে।

ভাঙচুর, আহত ১

ভাঙচুর, আহত ১

এদিকে, বিজেপি কর্মী শমীক ভট্টাচার্যকে নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখা গিয়েছে খাস কলকাতার বুকে। এমনকি বাগুইআটিতে এক বিজেপি কর্মীর মাথাও ফেটে গিয়েছে এই সংঘাতের জেরে। দমদমে টায়ার জ্বালিয়ে এদিন যেমন বিক্ষোভ দেখানো হয়। তেমনই দমদম রোডের উপর হনুমানজির মন্দিরের সামনে পার্টি অফিসের আসবাব ভাঙচুর করা হয়।

 জেলায় জেলায় সংঘাত

জেলায় জেলায় সংঘাত

গতকাল থেকেই দেখা যায় জেলা থেকে শহরে দফায় দফায় সংঘাত শুরু হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। মালদায় মতিউর রহমানকে প্রার্থী করায় বিজেপির অন্দরে বিক্ষোভ শুরু। এছাড়াও প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে জলপাইগুড়িতে। জগদ্দলে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য প্রার্থী হওয়ার সংঘাত বেড়েছে। বার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের প্রার্থীপদ পেতেই বিজেপির অন্দরে কোন্দল।

 সিঙ্গুরে রবীন্দ্রনাথকে ঘিরে ক্ষোভ অব্যাহত

সিঙ্গুরে রবীন্দ্রনাথকে ঘিরে ক্ষোভ অব্যাহত

এদিকে, সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরে ক্ষোভ আর অসন্তোষ অব্যাহত। সেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থীপদ থেকে সরাতে অনশনেও বসতে দেখা গিয়েছে বিজেপির একাংশকে।

English summary
West Bengal Assembly Election 2021, unhappiness over BJP candidate shamik bhattacharya seen in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X