For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে আজ 'ব্লকবাস্টার ফ্রাইডে'! তৃণমূলের সঙ্গেই বিজেপি,বাম-কংগ্রেসের বড় ঘোষণার সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে সম্ভবত এদিন 'ব্লকবাস্টার ফ্রাইডে' সম্ভবত দেখতে চলেছে বাংলা। এদিন বাংলায় ভোট যুদ্ধে তৃণমূলের তরফে ঘোষিত হতে চলেছে প্রার্থী তালিকা। তবে যা শোনা যাচ্ছে, তাতে এদিন বিজেপি ও বামেরাও সম্ভবত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এমন এক পরিস্থিতিতে রীতিমতো চড়ছে প্রার্থী তালিকা ঘিরে উত্তেজনার পারদ।

শুভেন্দু বনাম মমতা প্রেস্টিজ ফাইট ঘিরে জল্পনা

শুভেন্দু বনাম মমতা প্রেস্টিজ ফাইট ঘিরে জল্পনা

এদিন সমস্ত প্রার্থী তালিকাতেই নন্দীগ্রাম যে ফোকাসে থাকবে তা বোঝাই যাচ্ছে। অধিকারীগড় নন্দীগ্রাম থেকে মমতা নিজের প্রার্থীপদের ইঙ্গিত আগেই দিয়েছেন। এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছেন। আর শুভেন্দুর আর্জিতে যদি মোদী শাহদের শিলমোহর পড়ে যায়, তাহলে লড়াইয়ের ময়দান জমে উঠবে বলেই মতামত অনেকের।

 তৃণমূল-বিজেপির অঙ্ক!

তৃণমূল-বিজেপির অঙ্ক!

শোনা যাচ্ছে, শুধু তৃণমূলই নয় বিজেপিও সম্ভবত এদিন প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে ভবানীপুর থেকে বিজেপি কাকে দাঁড় করাচ্ছে, তা নিয়ে বড়সড় গুঞ্জন শোনা যাচ্ছে। যদি মমতা ভবানীপুর থেকে না দাঁড়ান তাহলে সেখানে তৃণমূলের যেমন কোনও হেভিওয়েট দাঁড়াতে পারেন বলে খবর, তেমনই বিজেপিও কোনও জনপ্রিয় নেতাকে সেখানে নামাতে পারে ভোটের লড়াইয়ে।

বাম-কংগ্রেস ঘিরে জল্পনা

বাম-কংগ্রেস ঘিরে জল্পনা

শোনা যাচ্ছে , বাম ও কংগ্রেসের তরফেও আব্বাসদের নিয়ে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের কয়েকটি আসনে জোট কোন স্ট্র্যাটেজি নেয় , সেদিকে তাকিয়ে বাংলা।

অন্যদের থেকে তৃণমূলের ফারাক

অন্যদের থেকে তৃণমূলের ফারাক

এদিন তৃণমূল বাদি দিয়ে বাকি দলগুলি সম্ভবত আংশিক তালিকা প্রকাশ করতে চলেছে। তবে তৃণমূল এদিন প্রার্থী তালিকার সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজ ২৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করছেন। এদিকে, শোনা যাচ্ছে, প্রার্থী তালিকায় তৃণমূল বহু হেভিওয়েটের জায়গা বদল করতে পারে। ৮০ এর উর্ধ্বে যাঁদের বয়স তাঁদের প্রার্থী করছেনা মমতার দল। এছাড়াও বহু তরুণের মুখ এবার তৃণমূলের প্রার্থী তালিকায় থাকছে।

English summary
West Bengal Assembly Election 2021, TMC to announce candidate list today, bjp, congress, lefts are also expected to do so
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X