For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ভাঙন অব্যাহত, প্রার্থীপদ ঘোষণার পর দুই হেভিওয়েট আব্বাসের আইএসএফ শিবিরে

  • |
Google Oneindia Bengali News

প্রার্থী তালিকা থেকে ইস্তেহার প্রকাশের আগের সময়টায় তৃণমূলের অন্দরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সমস্যা দেখা গিয়েছে। অনুব্রত মণ্ডলের গড় বীরভূম থেকে শুরু করে মালদা সহ বিভিন্ন জায়গায় প্রবলভাবে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে তৃণমূলের অন্দরে। এমন এক পরিস্থিতিতে দলের ভাঙনও অব্যাহত।

তৃণমূলে থাবা বসিয়ে দিল আব্বাসরা !

তৃণমূলে থাবা বসিয়ে দিল আব্বাসরা !

তৃণমূল ছেড়ে আব্বাসউদ্দিন সিদ্দিকির আইএসএফে যোগ দিলেন উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান ও জগৎবল্লভপুরের বিধানসভা এলাকার যুবনেতা সাবির আহমেদ। শনিবারই বিকেলে তাঁরা ফুরফুরা শরিফে গিয়ে এই যোগদান পর্ব সম্পন্ন করেন।

তৃণমূলে থাবা আইএসএফএর

তৃণমূলে থাবা আইএসএফএর

তৃণমূলে যখন দলীয় কোন্দল থেকে শুরু করে প্রার্থীপদ নিয়ে অসন্তোষ চরমে উঠেছে, তখনই দেখা গেল হাওড়া তৃণমূলে থাবা কষাল বাংলার নবগঠিত সংগঠন আইএসএফ। জানা গিয়েছে, আইএসএফে যোগদানকারী আব্বাসউদ্দিন খানের সঙ্গে ৫০০ জন, সাবিরের সঙ্গে ২৫০ জন আইএসএফে যোগ দেন।

 কেন তৃণমূল ছেড়ে আসলেন নেতারা ?

কেন তৃণমূল ছেড়ে আসলেন নেতারা ?

প্রসঙ্গত, আইএসএফে যোগ দিয়ে তৃণমূলের প্রাক্তন নেতারা একাধিক অভিযোগ তুলেছেন ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তাঁদের দাবি বিজেপি বিরোধিতায় তৃণমূল আন্তরিক নয়। এদিন আব্বাসের ভাই নৌসাদের হাত থেকে তাঁরা নতুন দলের পাতাকা গ্রহণ করেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

এদিকে তৃণমূলের তরফে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দলের দুই নেতা দল ছেড়েছেন বলে আদৌ তাঁরা ভাবিত নন। তাঁদের দাবি, উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুরে প্রার্থীপদ না পেয়েই ও দুই নেতা দল ছেড়েছেন । মূলত, প্রার্থীপদ নিয়েই এই ক্ষোভ রয়েছে বলে দাবি করছে তৃণমূল। প্রসঙ্গত, সংখ্যালঘু সেলের মিটিংয়ে এর আগে নেতাজি ইন্ডোরে স্বয়ং মমতার ভর্ৎসনার মুখে পড়েছিলেন আব্বাসউদ্দিন । তার বহুদিন পর আব্বাসউদ্দিন খানের এই পদক্ষেপ ফের নজর কাড়ল।

English summary
West Bengal Assembly Election 2021, TMC minority Leader joins ISF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X