For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদহে বড় ভাঙন তৃণমূলের, বিজেপির পথে শাসক দলের ১৫ জন, হাতছাড়া হতে পারে জেলা পরিষদ

মালদহে বড় ভাঙন তৃণমূলের, বিজেপির পথে শাসক দলের ১৫ জন, হাতছাড়া হতে পারে জেলা পরিষদ

Google Oneindia Bengali News

ভোটের মুখে বড় ভাঙন মালদহে। জেলা পরিষদের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। তালিকায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি এবং কর্মাধ্যক্ষ। ১৫ জন তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলে তৃণমূলের হাতছাড়া হতে পারে মালদহ জেলা পরিষদ। ভোটের আগে সুিবধাজনক অবস্থানে মালদহে বিজেপি।

মালদহে বড় ভাঙন

মালদহে বড় ভাঙন

মালদহে বিজেপিতে বড় ভাঙন। তৃণমূলের হাতছাড়া হতে পারে জেলা পরিষদ। মালদহ জেলাপরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল থেকে জেলা কর্মাধ্যক্ষ সরলা মুর্মু বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁদের সঙ্গে জেলা পরিষদের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। মালদহ ঘিরে ক্রমশ চাপ বাড়ছে শাসক দলের। ভোটের মুখে জেলা পরিষদ হাতছাড়া হতে চলেছে শাসক দলের।

 জেলা পরিষদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা

জেলা পরিষদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা

মালদহ জেলা পরিষদের ৩৮ আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে ৩১ আসন। বিজেপির হাতে ৫ জন এবং কংগ্রেসের হাতে রয়েছে ২টি আসন। তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দান করলে শাসক দল সংখ্যা গরিষ্ঠতা হারাবে মালদহে। সেক্ষেত্রে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে। অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে বিজেপি। কাজেই অনায়াসেই জেলা পরিষদ বিজেপির দখলে চলে আসবে।

দল ছাড়ছে প্রার্থী

দল ছাড়ছে প্রার্থী

টিকিট পেয়েও অসন্তুষ্ট মালদহের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু। সূত্রের খবর তিনি আজই বিজেপিতে যোগ দিতে পারেন। দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন সরলা মুর্মু। টিকিট পেয়েও অসন্তোষের কারণ স্পষ্ট নয় তৃণমূল কংগ্রেসের কাছে। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।

 নজর মালদহে

নজর মালদহে

একুশের ভোটে মালদহ বড় ফ্যাক্টর হতে পারে বিজেপি। সেকারণে প্রথম থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মালদহের উপর নজর রেখেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মালদহে গিয়ে রোড শো করেছেন। তারপরে আবার যোগী আদিত্যনাথ শুভেন্দুকে সঙ্গে করে নিয়ে গিয়ে সভা করে বদলের ডাক দিয়েছেন। যোগী মালদহ থেকে বাংলার সনাতন ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেছেন।

English summary
West Bengal Assembly Election 2021: TMC leaders of Maldha may join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X