For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে কি আবার জট, হেভিওয়েটের প্রচার নিয়ে অভিযোগ-কোন্দলে শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা

তৃণমূলে কি আবার জট, হেভিওয়েটের প্রচার নিয়ে অভিযোগ-কোন্দলে শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে ইস্তেহার ঘোষণার আগে পর্যন্ত সময়ের মধ্যে একাধিক দলত্যাগের ঘটনা ঘটেছে। প্রার্থীদের নিয়ে ক্ষোভ এখনও অব্যাহত। আবার কোথাও প্রার্থী বদলের দাবি উঠছে। এমন পরিস্থিতিতে তৃণমূলের এক হেভিওয়েটের নয়া অভিযোগ ঘিরে শোরগোল শুরু।

তৃণমূলের প্রচারে বিঘ্ন!

তৃণমূলের প্রচারে বিঘ্ন!

প্রার্থী বলছেন তাঁর হয়ে প্রচার করছেন না দলের একাংশ। তুমুল শোরগোল ফেলে দিয়ে উত্তরবঙ্গে এমনই অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এর নেপথ্যে তিনি দলীয় অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন। অভিযোগের জেরে ফের নতুন করে জট তৈরি হয়েছে তাঁর প্রচারের শুরু থেকেই।

কৃষ্ণেন্দুর অভিযোগ

কৃষ্ণেন্দুর অভিযোগ

মালদার ইংরেজবাজারের প্রার্থী ও তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন সদস্য কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর অভিযোগ ,বিজেপিতে যাওয়া শুভেন্দুর বহু অনুগামী ইংরেজবাজার বিধানসভা অঞ্চলের পঞ্চায়েতের বড় পদে রয়েছেন। আর তাঁদের উল্লেখ করেই কৃষ্ণেন্দু জানিয়েছেন, 'আমার প্রার্থীপদ মেনে নিতে পারছেন না। ফলে ষড়যন্ত্র করছেন। তা ধোপে টিকবে না।'

 শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা

শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ দলের অন্দরের শুভেন্দু অনুগামীদের নিয়ে। এই খবর এক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই, ফের শুভেন্দু ফ্যাক্টর ঘিরে জল্পনা চাগাড় দিয়েছে। তৃণমূলে একের পর এক ভাঙনের মধ্যে 'দাদার অনুগামী' বলে পরিচিতদের নিয়ে জল্পনা চড়তেই বহু আলোচনা , কৌতূহলের পারদ চড়ছে।

তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া

তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া

কৃষ্ণেন্দুনারায়ণের এই অভিযোগ ঘিরে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যদিও সেভাবে বিষয়টিকে আমল দিতে রাজি নয়। ' দলের প্রার্থীকে কেউ হারায় নাকি?' তৃণমূল জানিয়েছে, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর প্রচার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সকলে মিলে 'ঝাঁপানো'র কথা বলা হয়েছে তৃণমূলের তরফে। পাশাপশি দলের অন্তর্ঘাত নিয়ে যাবতীয় তত্ত্ব উড়িয়ে দিয়েছে মমতার দল।

তৃণমূল নেত্রীর মানভঞ্জনেও হল না কাজ! বিজেপির পথেই রাজ্যের মন্ত্রী তৃণমূল নেত্রীর মানভঞ্জনেও হল না কাজ! বিজেপির পথেই রাজ্যের মন্ত্রী

English summary
West Bengal Assembly Election 2021, TMC candidate alleges few party workers are not willing to campaign for him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X