suvendu adhikari mamata banerjee mukul roy tmc bjp west bengal assembly election 2021 শুভেন্দু অধিকারী মুকুল রায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ বিজেপি তৃণমূল কংগ্রেস politics
মমতার প্রার্থী তালিকা নিয়ে মুকুলের খোঁচা, 'যিনি নিজের বুথে জিততে পারেন না' তোপ দেগে দিদিকে টার্গেট শুভেন্দুর
নীলবাড়ি দখলের লড়াইয়ে ক্রমেই পারদ চড়ছে রাজ্যে। বিজেপি (আংশিক), তৃণমূল দুই দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে বাংলায় প্রচার পারদ তুঙ্গে। এদিকে, রাজনৈতিক মেগা ডুয়েলের লাইমলাইট এখন কলকাতা থেকে সরে গিয়ে পৌঁছেছে নন্দীগ্রামে। সেখানে মমতা বনাম শুভেন্দুর ভোট লড়াই ঘিরে ময়দান তেতে উঠতেই মুকুল থেকে শুভেন্দুরা একহাত নিচ্ছেন মমতাকে।

মুকুল ও একাধিক গুঞ্জন
শোনা যাচ্ছে, তৃণমূলে প্রার্থী তালিকা থেকে যাঁরা বঞ্চিত , তাঁরা মুকুল রায়ের কাছে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। এদিকে, টিভির সামনে বহু বিধায়ক , নেতাদের কাঁদতে দেখা গিয়েছে তৃণমূলের টিকিট না মেলায়। তাঁদের অনেকেই মুকুল রায়ের দ্বারস্থ হয়েছেন বলে খবর। তবে মুকুল রায় এই প্রসঙ্গে বলেন, ' না..আমার কাছাকাছি কোনও জায়গায় আমি আগুন ধরাতে দেখিনি। শুনেছি এরকম অবেক কিছু ঘটছে। '

মমতার প্রার্থী তালিকাকে খোঁচা মুকুলের
এদিন , মুকুল রায় মমতাকে তোপ দাগার সুরে বলেছেন,'.. তবে একটা দল যখন শেষ হয়ে যায়, এইটা তার একটা পরিণতি।' এরপরই মমতাকে খোঁচা দিয়ে মুকুল রায় বলেন, 'মমতার জায়গা টলে গিয়েছে।' সুর চড়িয়ে তিনি বলেন, ' মমতা যে চলে যাচ্ছেন তা প্রার্থী তালিকায় প্রমাণিত'।

'যে নিজের বুথে জিততে পারেন না..'
'যিনি তাঁর নিজের বুথে জিততে পারেননা, তিনি কোথাও জিততে পারেন না।' এভাবেই বেহালার জনসভা থেকে মমতাকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ' গত লোকসভা ভোটে মনানীয়ার বুথেই বিজেপি জিতেছিল। যে তাঁরা নিজের বুথে জিততে পারেন না, তিনি রাজ্যের কোথাও জিততে পারবেন না।'

৪৯৫ বুথে বিজেপির লিড ছিল
শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন,'কিন্তু গত লোকসবা ভোটে মিত্র ইনস্টিটিউশন বুথে, যেখানে মাননীয়ার পরিবার, মাননীয়া ভোট দেন, সেখানে কী ছিল বন্ধু?' এর সঙ্গেই শুভেন্দু যোগ করেন, ' ৪৯৫ টা বুথে বিজেপির লিড ছিল।'