For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম আজ ফোকাসে! শুভেন্দুর হাইভোল্টেজ কর্মসূচি থেকে তৃণমূলের মৌনমিছিল ঘিরে চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রাম আজ ফের ফোকাসে। বহু আগেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটযুদ্ধের ফোকাস কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরে নন্দীগ্রামে সরে গিয়েছে। সেখানে মমতা-শুভেন্দপর দ্বৈরথের প্রতিটি পরত এই মুহূর্তে মাপা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে আজ নন্দীগ্রমাকে কেন্দ্র করে বিজেপি , তৃণমূলের বড়সড় কর্মসূচি রয়েছে।

শুভেন্দুর মনোনয়

শুভেন্দুর মনোনয়

এদিন নন্দীগ্রামে সিংহবাহিনীর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। সকালেই তিনি এই পুজো দেবেন। শুভেন্দুর সঙ্গে এদিন মনোনয়ন পেশ অভিযানে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সিংহবাহিনী ছাড়াও এদিন জানকীনাথ মন্দিরে পুজো দিতে পারেন শুভেন্দু।

 রোড শো

রোড শো

এদিন হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমাশাসকের দফতরে যাওয়ার কথা শুভেন্দুর। গতকালই শিবরাত্রিতে গ্রামের সাত মন্দিরে পুজো দিতে দেখা যায় শুভেন্দুকে। তারপর এদিন তিনি হাইভোল্টেজ কর্মসূচি নিয়ে যাবেন মনোনয়ন পেশ অনুষ্ঠানে।

তৃণমূল পাল্টা পারদ চড়াবে

তৃণমূল পাল্টা পারদ চড়াবে

এদিন তৃণমূলের ৬ সদস্যের সংসদীয় কমিটি যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। সেখানে গিয়ে তাঁরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের ঘটনা নিয়ে একাধিক দাবি ও বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। এদিন বেলা ১১ টায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলে খবর।

মৌন মিছিল

মৌন মিছিল

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামে যা ঘটেছে, তা নিয়ে এদিন প্রতিবাদে নামছে তৃণমূল। এদিন ব্লকস্তর থেকে বাংলার কোণে কোণে চলবে এই প্রতিবাদ। বিকেল তিনটে থেকে বেলা ৫ টা পর্যন্ত চলবে এই মৌন মিছিল। কালো পতাকা নিয়ে কালো কাপড় মুখে বেঁধে এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণণূলের।

English summary
West Bengal Assembly Election 2021, Suvendu to file nomination today as TMC going to protest on Mamata Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X