'পাঁচ পয়সার লিডাররা হুমকি দিচ্ছে, আম্ফানের টাকা চোরদের বিজেপি নেওয়া হবে না',সুর চড়ালেন শুভেন্দু
ফের শাসক দলের হয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। এবার সরাসরি আম্ফান দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। কাঁথির পিছাবনির সভা থেকে শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেছেন আম্ফানের ত্রাণের টাকা যাঁরা চুরি করেছে তাঁদের বিজেপিতে নেওয়া হবে না। পাঁচ পয়সার লিডাররা হুমকি দিচ্ছে। কেউ বিজেপির কর্মসূচিতে গেলে সেই নেতারা হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন। প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আম্ফান দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু
ফের আম্ফান দুর্নীতি নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। কাঁথির পিছাবনিতে সভা করতে গিয়ে আম্ফান টাকা চোর বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন তিনি। আম্ফানের টাকা চোরদের কোনও ভাবেই বিজেপিতে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার আম্ফানের ত্রাণের টাকা তৃণমূল কংগ্রেস নেতারা চুরি করেছে বলে অভিযোগ করেছিেলন তিনি।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ
আবারও শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন পাঁত পয়সার লিডাররা,যাঁদের হাতে খড়ি দিয়েছিলাম, তারা এখন হুমকি দিচ্ছে। কেউ বিজেপির কর্মসূচিতে গেলেই প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। তবে কেন্দ্রের প্রকল্পের টাকা কেউ আটকাতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

দুর্নীতি ঢাকতে বিজেিপতে
একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক,সাংসদ বিজেপিতে যোগ দিতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দুর্নীতি ঢাকতেই তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপি ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভায় মমতা বলেছেন দুর্নীতি গ্রস্তরা বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে যাচ্ছে।

মেদিনীপুর টার্গেট
এদিকে মেদিনীপুরকে টার্গেট করে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী দুই পক্ষই। তৃণমূল কংগ্রেসকে অবিভক্ত মেদিনী পুরে ৩৫-০ করার চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শাসক দলও এক ইঞ্জি জমি ছাড়তে নারাজ। ২২ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির দূত নিয়ে পশ্চিম মেদিনীপুরে যাবেন তিনি।