For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন ৮ দফা ভোট পর্বের সিদ্ধান্ত, মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন ৮ দফা ভোট প্রব রাখা হল? প্রশ্নটি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই প্রশ্নে সায় দিয়ে উত্তরপ্রদেশের অখিলেশ যাদবও বক্তব্য রেখেছেন। এরই মাঝে বাংলার ভোট নিয়ে মুখ খুলে বক্তব্য পেশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

তামিলনাড়ুতে ১ দফা, বাংলায় কেন ৮ দফা?

তামিলনাড়ুতে ১ দফা, বাংলায় কেন ৮ দফা?

প্রসঙ্গত, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা ভোটে এক দফায় ভোট পর্ব সম্পন্ন করার কথা বলা হয়েছে। ৬ এপ্রিল এক দিনেই সেখানে ভোট হবে। অন্যদিকে, বাংলায় ৮ দফায় ভোট হবে। এপ্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, সময় কারোর জন্য থেকে থাকে না। এক ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে তিনি বলেছেন, লোকসভায় ৭ দফা ও বিধনাসভা ভোটে ৮ দফা নির্বাচনের নেপথ্যে আইনশৃঙ্খলাকে কেন্দ্র করে কিছু ইস্যু কমিশনের সামনে আসে। তার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।

আইন শৃঙ্খলা নিয়ে কোন বার্তা কমিশনের

আইন শৃঙ্খলা নিয়ে কোন বার্তা কমিশনের

২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড অফিসের রিপোর্ট ও কয়েকটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃমূলের বিরোধী সমস্ত কয়টি দলের তরফে 'ফিডব্যাক' নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ৮ দফা ভোট পর্ব ঘোষণা করে কমিশন। সুনীল অরোরা জানিয়েছেন, গুন্ডামি থেকে শুরু করে আইনহীনতা, অপরাধের বাড়বাড়ন্তের মতো ঘটনা , এমন কি রাজনৈতিক হত্যা ঘিরে তাদের কাছে বহু রিপোর্ট জমা পড়াতেই ৮ দফার নির্বাচন করা হচ্ছে।

তৃণমূলের অভিযোগ নিয়ে জবাব

তৃণমূলের অভিযোগ নিয়ে জবাব

এর আগে তৃণমূলের তরফে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। প্রশ্ন তোলা হয়েছে তাঁর নিরপেক্ষতা নিয়ে। ২০১৯ নির্বাচনে তিনি পক্ষপাত দুষ্ট ছিলেন বলে অভিযোগ তোলে তৃণমূল। তার প্রেক্ষিতে কমিশন উত্তর আগেই দিয়েছে। এদিন সুদীপ জৈনের পাশে দাঁড়িয়ে সুনীল অরোরা বলেন, ওঁর নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। সুনীল অরোরা বলেন, কমিশনের সমস্ত অফিশিয়ালরা যে আইন রয়েছে তা মেনে চলে নির্বাচন পরিচালনা করছেন।

ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি প্রসঙ্গে সুনীল অরোরা

ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি প্রসঙ্গে সুনীল অরোরা

এদিকে, তৃণমূলের তরফে মোদী তথা বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। সেই জায়গা থেকে সুনীল অরোরা জানিয়েছেন, এই ইস্যুতে যথোপোযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

English summary
West Bengal Assembly Election 2021, Sunil Arora says Law & order feedback led to more phases in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X